ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রথে চেপে কদ্দুর এলেন প্রভু শ্রীজগন্নাথদেব? নয়া প্রযুক্তির সাহায্যে এবার রথযাত্রার প্রতি মুহূর্তের আপডেট মিলবে ইসকনের ওয়েবসাইটে। জানা গিয়েছে, ইউজাররা বাড়িতে বসে একটি লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন, কলকাতার কোন পথে চলছে ইসকনের রথ। পথে নামতে না পারলেও বাড়িতে বসেই জগন্নাথদেবের রথযাত্রার সঙ্গী হতে পারবেন ভক্তকুল।
গত ৫৪ বছর ধরে কলকাতায় মহাসমারোহে রথযাত্রা করে থাকে ইসকন। শহরের একাধিক রাস্তা ঘুরে যাত্রা সম্পন্ন হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। তবে এই প্রথমবার রথযাত্রার প্রতি মুহূর্তের আপডেট পৌঁছে দেওয়া হবে আমজনতার কাছে। কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, একটি লিঙ্কে ক্লিক করলেই জানা যাবে, এই মুহূর্তে কোন এলাকায় রয়েছে রথ। এছাড়া কিউ আর কোড স্ক্যান করার মাধ্যমেও রথের যাত্রাপথ জানা যাবে।
কলকাতা ইসকনের তরফ থেকে জানানো হয়, রথযাত্রার সুন্দর উৎসবে এবছর চালু হতে চলেছে এক নতুন অধ্যায়। কাছে-দূরে থাকা প্রত্যেক ভক্ত যেন রথযাত্রার সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে পারেন, প্রযুক্তির সাহায্যে সেরকমই একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। http://kolkatarathyatra.live লিঙ্কে ক্লিক করলেই রথের লোকেশান জানতে পারবেন ভক্তরা। উল্লেখ্য, আগামী ২৭ জুন, শুক্রবার রথযাত্রা উৎসব। ইসকনের রথযাত্রা শুরু হবে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে। সেখান থেকে আরও বেশ কয়েক এলাকায় ঘুরবে রথ। দুপুর ১২টা থেকে যাত্রা শুরু হবে।
প্রসঙ্গত, রথযাত্রা প্রভু শ্রীজগন্নাথদেবের ভক্তদের কাছে অতি পুণ্য তিথি। এই পুণ্য তিথিতে জগন্নাথধাম পুরী ছাড়াও বাংলার অন্যত্র বেশ জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয়। এবার বিশেষ আয়োজন দিঘার জগন্নাথধামেও। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এদিন মাসি গুন্ডিচার বাড়ি যাত্রা করেন। ইসকনের নয়া উদ্যোগে এবার বাড়িতে বসেও রথযাত্রার সঙ্গে যুক্ত হতে পারবেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.