সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বিশ্বের বিভিন্ন প্রান্তে স্তব্ধ হয়ে গেল Instagram! ভারতের বহু ইউজার ইতিমধ্যেই টুইটে জানিয়েছেন, তাঁরা অ্যাপে লগ ইন করতে পারছেন না। কতক্ষণে সমস্যা মিটবে সেই প্রশ্নই করেছেন অধিকাংশ। সংস্থার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ টা বেজে ২ মিনিট থেকে Instagram ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন ইউজাররা। অল্প সময়ের মধ্যেই প্রায় ৪৫ শতাংশ Instagram ব্যবহারকারী একই অভিযোগ করেন। শুধু অ্যাপ ব্যবহারারীরাই নয়, ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা। কারও ক্ষেত্রে রিফ্রেশ হচ্ছে না। অ্যান্ড্রয়েড ও iOS দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই সমস্যা। টুইটে বিষয়টি জানিয়ে কেউ কেউ উগরে দিয়েছেন ক্ষোভ। কেউ আবার মজার ছলে লিখেছেন, “ভেবেছিলাম Wi-Fi-এর সমস্যা! পরে বুঝলাম Instagram-এর সমস্যা।”
restarting Wifi thinking its the wifi problem and then realizing its instagram which is not working…
— hameed (@_hameedk17)
Me after deleting and reinstalling instagram and finding out that there is a problem in instagram servers and not with my account/wifi
— Sarcastic._banda_ 🐻 (@lovishshxrma)
বিষয়টি জানার পরই সংস্থার তরফে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অনেকেই অ্যাপে সমস্যা হলে তা ডিলিট করে পুনরায় ডাউনলোড করে থাকেন। তাঁদের কথা চিন্তা করে সংস্থার তরফে সাফ জানানো হয়েছে, রিইনস্টলের কোনও প্রয়োজন নেই। কারণ, সার্ভারে সমস্যার জন্যই এই পরিস্থিতি।
উল্লেখ্য, Instagram-এ সমস্যা দেখা দিলেও, WhatsApp, Facebook ঠিকঠাক কাজ করছে। একই সার্ভারের আওতায় থাকলেও হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কোনও সমস্যা হচ্ছে না।
all of us right now running to twitter to see if it’s not just our own instagram that is down
— jas💛 (@jas51393069)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.