Advertisement
Advertisement
JioHotstar

রিলায়েন্সের সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই ডোমেন বিক্রি? দুই খুদেই এখন ‘জিওহটস্টারে’র মালিক!

রিলায়েন্স গোষ্ঠীর তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

'JioHotstar' domain has new owners, two UAE-based children
Published by: Amit Kumar Das
  • Posted:October 27, 2024 7:55 pm
  • Updated:October 27, 2024 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: JioHotstar.com-এর মালিকানা বদল। সফটওয়্যার ডেভলপারের কাছ থেকে জিওহটস্টারের মালিকানা এবার চলে এল সংযুক্ত আরব আমিরশাহীর দুই খুদে জৈনাম ও জিভিকা জৈনের হাতে। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে। যেখানে এই দুই ভাই-বোনকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ওই দুই খুদে ডোমেইনটি কিনেছেন দিল্লির তরুণ সফটওয়্যার ডেভলপারকে সাহায্যের জন্য।

ডিজনি প্লাস হটস্টার ও জিওহটস্টার, রিলায়েন্সের তরফে একত্রে মিলিয়ে দেওয়ার জল্পনা চলছে অনেকদিন ধরেই। এহেন জল্পনার মাঝে ২০২৩ সালে এই নামে ডোমেইন কেনেন দিল্লির একজন সফটওয়্যার ডেভেলপার। এর পর ডিজনি প্লাস হটস্টার ও জিওহটস্টার একত্রিত হওয়ার জল্পনা চরম আকার নিলে রিলায়েন্সের কাছে তিনি দাবি জানান, নিজের মালিকানাধীন ডোমেন কিনে নেওয়ার জন্য। এক্ষেত্রে নাম একই থাকায় সুবিধা হবে রিলায়েন্সের। বদলে তাঁকে ১ কোটি টাকা দিতে হবে, যে টাকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়বেন তরুণ। তবে শোনা যায়, রিলায়েন্স গোষ্ঠী সেটি কেনেনি এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেয়। এই অবস্থায় ডোমেনটি বিক্রি করার জন্য তিনি ইন্টারনেটে লিস্টিং করেন অনেক কম টাকায়। এবার সেই ডোমেইন কিনল সংযুক্ত আরব আমিরশাহীর দুই খুদে।

ওয়েবসাইটে ওই ভাই-বোনের এক চিঠিও প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে, ‘হয়ত এখন আমরা অনেক ছোট। তবে মহানুভবতা ও ইতিবাচক পদক্ষেপের ক্ষেত্রে বয়স একটি সংখ্যা মাত্র। গরমের ছুটিতে আমরা ভারতে বেড়াতে গিয়েছিলাম। ৫০ দিনের এই ভারত সফর কখনও ভোলার নয়। এই সফরে আমাদের উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের শিশুদের সঙ্গে সংযোগ তৈরি করা, শেখার প্রতি আমাদের ভালোবাসা ভাগাভাগি করা, পড়ার দক্ষতা শেখানো এবং বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা। পাশাপাশি চিঠিতে আরও লেখা হয়েছে, আমরা অন্যদের অনুপ্রাণিত করতে চাই এবং ভবিষ্যতে যারা এই ইতিবাচক মিশন চালিয়ে নিয়ে যেতে চায় তাদের জন্য এই ডোমেইনটি খোলা রাখার খোলা রাখতে চাই। জানা গিয়েছে, ডোমেইনটি কেনার জন্য যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা নিতান্তই স্বল্প।

এদিকে, এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত রিলায়েন্স গোষ্ঠীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। তারা আনুষ্ঠানিকভাবে JioHotstar.com-এর নতুন মালিকদের সম্পর্কে কোনও বিবৃতিও জারি করেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement