Advertisement
Advertisement
Link Aadhaar with PF Account

এখনও আধারের সঙ্গে লিংক করেননি PF? নাও মিলতে পারে টাকা, চটপট জেনে নিন সংযুক্তিকরণের পদ্ধতি

আবেদনের শেষ তারিখ কবে?

Know how to link Aadhaar number with PF account | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 9, 2021 4:06 pm
  • Updated:August 9, 2021 9:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএফ (PF) অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করিয়েছেন? না করে থাকলে এখুনি তা সেরে ফেলুন। নাহলে নাও মিলতে পারে আপনার প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত টাকা। কিন্তু আধার-পিএফ সংযুক্ত করবেন কীভাবে? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

অনলাইন ও অফলাইন দু’ভাবেই আধার ও পিএফ লিংক করতে পারবেন। অনলাইনের ক্ষেত্র প্রথমে আপনাকে যেতে হবে এর ওয়েবসাইটে ()। এরপর নিজের UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ম্যানেজ সেকশনে গিয়ে বেছে নিন কেওয়াইসি অপশন। এরপরই আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিংকের জন্য বেশ কিছু তথ্য পাওয়া যাবে। সেখানে আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া নাম লিখে Service অপশন বেছে নিন। সমস্ত তথ্য দেওয়ার পর UIDAI থেকে আপনার আধার যাচাই করা হবে। কেওয়াইসি যাচাইয়ের পরই আপনার আধার পিএফ লিংক হয়ে যাবে।

[আরও পড়ুন: সিন্ধিয়ার পর কংগ্রেস ছাড়ার পথে Sachin Pilot! রাজস্থানের BJP প্রধানের বক্তব্যে তুঙ্গে জল্পনা]

অফলাইনে কীভাবে আবেদন করবেন? প্রথমে ফিলআপ করুন “Aadhaar Seeding Application”। সেখানে দিতে হবে আধারের সমস্ত তথ্য ও UAN নম্বর। আবেদন পত্রের সঙ্গে দিতে হবে UAN, প্যান ও আধারের কপি। তাতে অবশ্যই সেল্ফ অ্যাটাস্টেট করতে হবে। এই নথি জমা দিতে হবে ফিল্ড অফিসের আধিকারিকের কাছে। ভেরিফিকেশনে সব ঠিক থাকলেই লিংক হয়ে যাবে আধার-পিএফ। মনে রাখবেন এই সংযুক্তিকরণের শেষ তারিখ ১ সেপ্টেম্বর। তাহলে আর দেরি নয়। এখুন আবেদন করুন আপনিও।

[আরও পড়ুন: ত্রিপুরায় TMC’র উপর হামলার প্রতিবাদ, পোস্টার হাতে সংসদের বাইরে বিক্ষোভে দলের সাংসদরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ