Advertisement
Advertisement
Meta AI

Meta AI-কে ‘বন্ধু’ ভেবে মনের কথা বলছেন? ফাঁস হতে পারে সবটাই!

জেনে নিয়ে সতর্ক হোন।

Meta AI App is reportedly exposing your private chats
Published by: Biswadip Dey
  • Posted:June 14, 2025 1:59 pm
  • Updated:June 14, 2025 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ যত নিঃসঙ্গ হচ্ছে তত এআইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তার। কমবেশি সকলেই এআই চ্যাটবটের সঙ্গে গোপনে কথাবার্তা সারেন। অনেক সময়ই নানা ব্যক্তিগত তথ্য জানিয়ে পরামর্শ চান। কিন্তু সত্যিই কি ব্যাপারটা সম্পূর্ণ ‘গোপনীয়’? জানা যাচ্ছে, ইউজারের অসতর্কতায় ফাঁস হয়ে যেতে পারে সংবেদনশীল তথ্য! ফলে অচিরেই সাবধান হওয়া দরকার।

ব্যাপারটা কী?
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে এআই চ্যাটবটের সঙ্গে অনেকেই কথা বলেন। ব্যক্তিগত তথ্য যেমন শেয়ার করেন, ছবিও শেয়ার করেন এডিট করার জন্য। কিন্তু অনেকেই খেয়াল করেন না সেখানে একটি ফিড রয়েছে ‘ডিসকভার’ নামে। সেখানে যে সব তথ্য আপনি শেয়ার করবেন, তা কিন্তু প্রকাশ্যে চলে যেতে পারে। আসলে মেটা এআই অ্যাপে যে শেয়ার অপশন রয়েছে সেখানে কোনও পরিষ্কার হুঁশিয়ারি বার্তা আসে না। অর্থাৎ সেটা শেয়ার করতে গেলে কোনও নোটিফিকেশন ফুটে ওঠে না যে, যা শেয়ার করা হচ্ছে তা সকলের কাছে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত মেটা এআই অ্যাপে ৬.৫ মিলিয়ন ডাউনলোড হয়েছে। যা মেটার স্ট্যান্ডার্ডে তেমন কিছু নয়। কিন্তু এই সমস্যার ক্ষেত্রে তা নেহাত কম নয়।

কীভাবে রুখবেন ব্যক্তিগত তথ্যের শেয়ার হওয়া
এর জন্য প্রথমেই অ্যাপ সেটিংসে চলে যান। সেখান থেকে ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’। তারপর ‘ম্যানেজ ইওর ইনফরমেশন’। সেখান থেকে ‘মেক অল ইওর প্রম্পটস ভিজিবল টু অনলি ইউ’। এর ফলে তথ্য ফাঁস হওয়া থেকে অব্যাহতি পাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement