Advertisement
Advertisement
WhatsApp

অজানা ভাষায় মেসেজ এসেছে? মুহূর্তে অনুবাদ করে দেবে WhatApp

জেনে নিন পদ্ধতি।

Meta rolls out Message translation for WhatsApp
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 25, 2025 5:28 pm
  • Updated:September 25, 2025 5:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ অজানা ভাষায় মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে! কিছুতেই বুঝতে পারছেন না কী বলতে চেয়েছে। বা ধরুন প্রিয়জন খটমট ইংরাজিতে মনের কথা জানিয়েছে। কিন্তু আপনি সে ভাষায় সড়গড় নন। তাই জটিল বার্তা পড়ে তাঁর মনের কথা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে। উপায় একমাত্র অনুবাদক। তবে এবার আর হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে ট্রান্সলেটরের সাহায্য নিতে হবে না! কারণ, এবার মেসেজের অনুবাদ করে দেবে জুকারবার্গের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপই।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? নয়া এক ফিচার নিয়ে হাজির হয়েছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, এবার যে কোনও মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। ভাবছেন নিশ্চয়ই যে কীভাবে? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translate’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ!

প্রসঙ্গত, আট থেকে আশি বর্তমানে সকলেই সোশাল মিডিয়ায় সরগর। দিনভর স্মার্টফোনেই বুঁদ সকলে। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। তাই প্রায়ই নতুন নতুন ফিচার উপহার পান ব্যবহারকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ