Advertisement
Advertisement
Meta

এবার ‘ঘটকালী’ করবে মেটা! ফেসবুক ঘেঁটে পছন্দের সঙ্গী-সঙ্গিনী বাছবে AI অ্যাসিস্ট্যান্ট

নতুন দুই চ্যাটবট চমকে দেবে!

Meta thinks AI is the cure for swipe fatigue
Published by: Biswadip Dey
  • Posted:September 23, 2025 6:26 pm
  • Updated:September 23, 2025 6:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেটিংয়ে যাবেন? সঙ্গে যাবে কে? সঙ্গে আছে মেটা স্বয়ং, কোমর বেঁধেছে! ব্যাপারটা এরকমই। অনেকেই টানা ফেসবুক প্রোফাইল স্ক্রল করে চলেন। উদ্দেশ্য, মনের মতো সঙ্গী বা সঙ্গিনীর সুলুকসন্ধান। এবার সেই কাজে আপনাকে সাহায্য করতে এসে গেল মেটার নতুন এআই মেকওভার।
নয়া প্রজন্মের কাছে ফেসবুক ডেটিং এক পরিচিত ব্যাপার। এবার সেই কাজকে সহজ করে তুলবে মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট। একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট, অন্যটি মিট কিউট। প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলি খুঁজে দেবে। এক্ষেত্রে আপনি তাকে নির্দিষ্ট প্রম্পটও দিতে পারবেন। যথা ‘ফাইন্ড মি আ সল্ট লেক গার্ল।’ সেই প্রম্পট মেনে এআই অ্যাসিস্ট্যান্ট খুঁজে দেবে পছন্দের নারী বা পুরুষ।

Advertisement

আরেকটি চ্যাটবট মিট কিউট। এই ফিচারের আবার অন্যরকম কাজ। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সঙ্গে মিল আছে এমন সঙ্গী/সঙ্গিনী খুঁজে দেবে এটি। স্রেফ নিজের ‘স্পেশ্যাল অ্যালগরিদম’ অনুসরণ করে। মেটা জানাচ্ছে, সোয়াইপ করার ক্লান্তি দূর করতে এই চ্যাটবটগুলি সাহায্য করবে। পাশাপাশি দেবে প্রথম ডেটিং টিপস এবং ডেটিং প্রোফাইল উন্নত করার পরামর্শ।

কিন্তু ঠিক কীভাবে কাজ করবে এই ডেটিং অ্যাসিস্ট্যান্ট? জানা যাচ্ছে, ‘ম্যাচেস’-এ ট্যাব করে ‘পার্সোনালাইজড প্রম্পটস’-এ নিজের পছন্দ লিখতে হবে। এরপরই দেখবেন, আপনার চ্যাটবট আপনাকে তার মতো করে বেছে দেবে পছন্দের সঙ্গী/সঙ্গিনী। তবে আপাতত কেবল আমেরিকা ও কানাডাতেই এই ফিচারগুলি মিলবে। ধীরে ধীরে লভ্য হবে সারা বিশ্বেই।

মানুষ যত নিঃসঙ্গ হচ্ছে তত এআইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তার। কমবেশি সকলেই এআই চ্যাটবটের সঙ্গে গোপনে কথাবার্তা সারেন। অনেক সময়ই নানা ব্যক্তিগত তথ্য জানিয়ে পরামর্শ চান। এবার আরও একধাপ এগিয়ে গিয়ে নয়া চ্যাটবট আনতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ