সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। আর এরপরই টেক জায়ান্ট জানিয়ে দিল এআই সংস্থার ৫০০ মিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছে। ভারতীয় মুদ্রায় তা ৪ হাজার ২৮৫ কোটি টাকা। কেবল গত বছরের হিসেবেই এই পরিসংখ্যান বলে জানিয়েছেন সংস্থার মুখ্য কমার্শিয়াল অফিসার জুডসন অ্যালথফ।
সম্প্রতি সংস্থার এক প্রেজেন্টেশনে এই মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গেই সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন পণ্যের জন্য কোড লেখার ক্ষেত্রে ৩৫ শতাংশ কোড এআই লিখছে। এবং এতে কাজ এগোচ্ছে আরও দ্রুতগতিতে। এমনকী, উপভোক্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে ছোটখাটো ক্লায়েন্টের সঙ্গে কাজের ব্যাপারেও এআইয়ের উপরই নির্ভর করতে শুরু করেছে মাইক্রোসফট। এতেও লাভের অঙ্ক বাড়ছে। অর্থাৎ সামগ্রিক ভাবেই এআইয়ের পারফরম্যান্সে অসম্ভব উচ্ছ্বসিত মাইক্রোসফট।
এদিকে এআইয়ের দাপটের মূল্য চোকাতে হচ্ছে মানুষকে। সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, ৯ হাজার কর্মা ছাঁটাই করছে তারা। সাম্প্রতিক সময়ে এই পরিমাণে ছাঁটাই এই নিয়ে তৃতীয়বার করল তারা। যার প্রভাব সারা বিশ্বের ৪ শতাংশ তথ্যপ্রযুক্তি কর্মীর উপরে সরাসরি পড়েছে।
এর আগে ২০২৩ সালে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেটার পরে এটাই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এই ছাঁটাই আসলে সাংগঠনিক পরিবর্তনের অংশ। দলগুলিকে সুবিন্যস্ত করা এবং তুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এমন পদক্ষেপ করতে হয়েছে।
কেবল মাইক্রোসফটই নয়। সিলিকন ভ্যালি জুড়েই এমন প্রবণতা লক্ষ করা যাচ্ছে। অটোমেশন এবং এআইয়ের দিকে ঝুঁকছে প্রায় সবাই-ই। ফলে ‘সিঁদুরে মেঘ’ নয়, সরাসরিই একটা বিপণ্ণ সময়ের আঁচ পাচ্ছে ওয়াকিবহাল মহল। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা নিজেই এই বছরের শুরুতে বলেছিলেন যে কোম্পানির ২০-৩০ শতাংশ কোড এখন এআই দ্বারা লেখা হচ্ছে। আগামিদিনে কর্মী সংকোচন কোন পথে হাঁটবে, সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.