সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙতেই কাছের মানুষের মেসেজ, ‘১৫০০০ টাকা হবে? আগামিকাল সকালেই ফেরত দেব।’ স্বাভাবিকভাবেই আপনি কিছু না ভেবেই টাকা পাঠালেন। কিন্তু জানেন কি এই মেসেজেই লুকিয়ে বিপদ! ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট! কারণ, আদৌ আপনার প্রিয়জন পাঠাননি মেসেজটা। তাহলে কী হল? পরিচিত নম্বর থেকে কে পাঠাচ্ছে মেসেজ?
ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছু চ্যাটের স্ক্রিনশট। সেখানে দেখা যায়, পরিচিত নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে। প্রতিক্ষেত্রেই বয়ান একটাই, “আমার একজনকে টাকা পাঠানোর কথা। কিন্তু ফোন বা অ্যাপের সমস্যার কারণে পাঠাতে পারছি না। তুমি কি ১৫০০০ টাকা পাঠাবে? আমি আগামিকাল সকালেই ফেরত দেব।” গোটা মেসেজটা আসছে ইংরাজিতে। অর্থাৎ যার সঙ্গে আপনি দিনরাত মাতৃভাষায় কথা বলেন, তিনি আচমকা কেন ইংরাজিতে ধার চাইবেন? মনে এই প্রশ্ন জাগলে বেঁচে গেলেন। আর সাত-পাঁচ না ভেবে টাকা পাঠালেই পড়বেন জালিয়াতদের খপ্পরে!
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার ফাঁদ পাতছে হ্যাকাররা। হোয়াটসঅ্যাপ হস্তগত করে বেছে বেছে এমন মানুষদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যারা কোনওভাবেই ফেরাবে না। এবং চাইলে সঙ্গে সঙ্গে মিলবে টাকা। যদিও অনেকেই উপস্থিত বুদ্ধি ব্যবহার করে জালিয়াতদের ফাঁদ থেকে বেরিয়েছেন। হোয়াটসঅ্যাপে কাছের মানুষ টাকা চাইলেই পালটা এমন প্রশ্ন করেছেন, যে ভ্যাবাচ্যাকা দশা! তাই কাছের মানুষের কাছ থেকে হোয়াটসঅ্যপে কোনওরকম টাকা চেয়ে মেসেজ আসলে, আগে খতিয়ে দেখুন। একশো শতাংশ নিশ্চিত না হয়ে একটি টাকাও অনলাইন লেনদেন করবেন না। একটু ভুলেই খোয়া যেতে পারে মোটা টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.