Advertisement
Advertisement

এবার বাড়ি বসে WhatsApp-এই পাবেন জন্ম-বিয়ের শংসাপত্র! জানেন কীভাবে?

ব্যাপারটা ঠিক কী?

Now you can Apply for marriage certificate, driving licence on WhatsApp
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 29, 2025 12:27 pm
  • Updated:August 29, 2025 1:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি এখন সকলেই দিনভর হোয়াটসঅ্যাপে মজে। কারণ শুধু আড্ডা দেওয়া নয়, যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ হয় এই অ্য়াপে। সেটা অফিস হোক বা স্কুল-কলেজের কাজ। জানেন কি এবার জুকারবার্গের এই অ্যাপেই পেয়ে যাবেন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি? অবাক হলেন নিশ্চয়ই! তবে এটাই সত্যি। যদিও এই সুবিধা পাবেন না সকলে।

Advertisement

জানা গিয়েছে, এই সুবিধা পাবেন দিল্লির বাসিন্দারা। দিল্লির সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে লাইনে দাঁড়ানোর ঝক্কি আর থাকবে না। কিন্তু কীভাবে বাড়ি বসেই পাবেন শংসাপত্র? এর জন্য দিল্লি সরকারের তরফে চালু করা হবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। সেখানে প্রথমে ‘Hi’ পাঠাতে হবে। তারপর একাধিক অপশন পাবেন আপনি। সেখান থেকে বেছে নিতে হবে যে আপনি কোন সার্টিফিকেট চান। সেই মতো করে আবেদন করতে হবে। ব্যস, কেল্লাফতে! বাড়ি বসেই পেয়ে যাবেন প্রয়োজনীয় নথি।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা যাচ্ছে, বাসিন্দাদের সুবিধার কথা ভেবেই এমন পদক্ষেপ করছে দিল্লি সরকার। এতে অ্যাপ্লিকেশন করা বা দিনের পর দিন সরকারি দপ্তরে ছোটাছুটি করতে হবে না। সময় নষ্টও হবে না। সহজেই বাড়ি বসে হাতের কাছে মিলবে যাবতীয় প্রয়োজনীয় শংসাপত্র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ