সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর শুধু বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতেই নয়, অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তাই ইউজারদের সুবিধায় বছরভর নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। এবার গ্রুপ কলিং ফিচারে এল বড়সড় বদল।
ব্যাপারটা ঠিক কী? বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজ হয় হোয়াটসঅ্যাপে। বহু মিটিং হয় এই অ্যাপে গ্রুপ কলিংয়েই। সেই সেই কথা মাথায় রেখে ‘শিডিউল কলিং’ ফিচার এনেছে জুকারবার্গের সংস্থা। অর্থাৎ এবার আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। ফলে নির্ধারিত সময়ে কল শুরুর ক্ষেত্রে আর কোনওরকম সমস্যা থাকবে না। নয়া এই ফিচারে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবে বলে মনে করছে সংস্থা।
কিন্তু কীভাবে শিডিউল করবেন কল? প্রথমে হোয়াটসঅ্য়াপ ওপেন করে কল ট্যাবে যান। সেখানে পাবেন (+) অপশন। তাতে ক্লিক করলে শিডিউল করা যাবে কল। যারা যারা ওই কলে থাকবেন তাঁরা সকলেই নোটিফিকেশন পাবেন। ফলে আলাদা করে কাউকে জানানো, বা কারও মিস করার বিষয়ও কমই থাকছে। সংস্থা সূত্রে খবর, মূলত, জুমের কায়দায় হোয়াটসঅ্যাপ কলিং ফিচারকে সাজাতেই এই ফিচার চালুর ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.