ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই অনলাইনে খাবারদাবার অর্ডার করেন? তার জন্য যদি আপনার বিশ্বস্ত প্ল্যাটফর্ম জোম্যাটো হয়, তবে জেনে রাখুন নতুন তথ্য। প্রতিটি অর্ডারে অতিরিক্ত চার্জ নিতে চলেছে এই জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা।
জানা গিয়েছে, জোম্যাটো (Zomato) অ্যাপটি থেকে খাবার অর্ডার করলে এবার থেকে অতিরিক্ত ২ টাকা করে দিতেই হবে আপনাকে। আপনি যত টাকারই অর্ডার করুন না কেন, এই ফি আপনাকে দিতেই হবে। প্রত্যেক ক্রেতার জন্যই এই ফি প্রযোজ্য। আপনি যদি জোম্যাটো গোল্ড লয়ালটি প্রোগ্রাম মেম্বারও হন, তাহলেও আপনার জন্য নিয়ম একই। তবে বিষয়টি আপাতত পরীক্ষামূলক ভাবে চালু করা হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রেতাদের আরও ভাল পরিষেবা দিতেই পরীক্ষামূলক ভাবে এই ফি চালু করা হয়েছে। তবে জোম্যাটোর মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন, এই ফি বাড়ানোয় ক্রেতাদের কী প্রতিক্রিয়া হয়, তা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামী দিনেও অর্ডার পিছু অতিরিক্ত ২ টাকা নেওয়া হবে কি ন। যদি দেখা যায় এই ফি দেওয়ার পরও ক্রেতারা পরিষেবায় সন্তুষ্ট, তাহলেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
আসলে চলতি বছর গোড়াতেই এই অতিরিক্ত ২ টাকা নেওয়ার বিষয়টি চালু করেছিল জোম্যাটোর মূল প্রতিযোগী সুইগি (Swiggy)। অর্ডার পিছু এই চার্জ বসিয়ে লাভবানও হয়েছে ওই সংস্থা। এবার সেই পথে হেঁটে আয় বাড়াতে চাইছে জোম্যাটো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.