Advertisement
Advertisement
ChatGPT

ভারতীয়দের জন্য বিশেষ প্যাকেজ ChatGPT-র, ৪০০ টাকারও কমে মিলবে একাধিক সুবিধা

ভারতীয়দের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও সহজলোভ্য করতে উদ্যোগ।

openai-to-start-chatgpt-go-only-for-india-subscription-at-399-only

ফাইল ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:August 19, 2025 8:55 pm
  • Updated:August 19, 2025 9:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতীয়দের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও সহজলোভ্য করতে উদ্যোগ নিল ওপেন এআই (OpenAI)। আরও কম টাকায় মিলবে সাবস্ক্রিপশনের সুযোগ। শুধুমাত্র ভারতীয়দের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার চ্যাটজিপিটি গো (ChatGPT Go) নামে নতুন প্ল্যান চালু করল এই সংস্থা। মাত্র ৩৯৯ টাকায় নেওয়া যাবে সাবস্ক্রিপশন। সংস্থার লক্ষ্য হল, ভারতীয়দের কাছে প্রযুক্তির এই দিক আরও বেশি সহজ লভ্য করা। কারণ ভারতে বর্তমানে AI ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

পরিসংখ্যান বলছে, ভারত হল চ্যাট জিপিটির দ্বিতীয় বৃহত্তম মার্কেট। পড়ুয়া থেকে বিভিন্ন ক্ষেত্রের কর্মী, প্রত্যেকেই ক্রমশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI-এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক ক্রিয়েটররাও এই অ্যাপের উপর নির্ভর করে তৈরি করছেন কনটেন্ট। বিভিন্ন সৃজনশীল কাজ থেকে শুরু করে নানা সমস্যার সমাধানে AI এর ব্যবহার দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কী থাকবে এই চ্য়াটজিপিটি গো-তে?

এটি হতে চলেছে ওপেন এআই-এর সবথেকে অ্যাডভান্স মডেল। বিনামূল্যে ব্যবহার করার ক্ষেত্রে যে যে সুবিধা পাওয়া যায়, এ ক্ষেত্রে তার থেকে ১০ গুণ বেশি সুবিধা পাওয়া যাবে। ১০ গুণ বেশি মেসেজ করা যাবে, ১০ গুণ বেশি সংখ্যক ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটি-র মাধ্যমে। মেমোরিও হবে দ্বিগুণ। আরও ভাল উত্তর পাওয়া যাবে এআই-এর তরফে।

সংস্থার প্লাস বা প্রো প্ল্যানে অনেক বেশি টাকা লাগে। তার থেকে অনেক কম দামে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি গো। chat.openai.কম ওয়েবসাইটে গিয়ে চ্যাটজিপিটি গো ব্যবহার করা যাবে। এছাড়া চ্যাটজিপিটি মোবাইল অ্যাপেও পাওয়া যাবে এই সুবিধায সে ক্ষেত্রে অ্যাপ ব্য়বহারকারীদের আপগ্রেড অপশনে ক্লিক করতে হবে।

গো প্ল্যান বেছে নিয়ে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে টাকা। শুধু গো প্ল্যান নয়, প্লাস, প্রো সব প্ল্যানেই এবার ইউপিআই ব্যবহার করে টাকা দেওয়া যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ