Advertisement
Advertisement
Smartphone

দেশে লাফিয়ে বাড়ল স্মার্টফোনের রপ্তানি! বিকিকিনির শীর্ষে কোন ব্র্যান্ড?

২০২৫ সালের প্রথম ৭ মাসের রিপোর্টের ছবিটা আশাব্যাঞ্জক।

Smartphone Shipments In India Rise 7.3% In Q2
Published by: Biswadip Dey
  • Posted:August 12, 2025 5:32 pm
  • Updated:August 12, 2025 5:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বাড়ল স্মার্টফোনের রপ্তানি। ‘ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনস’-এর সাম্প্রতিক হিসেব বলছে, ২০২৫-এর দ্বিতীয় ত্রৈমাসিকের নিরিখে রপ্তানি বেড়েছে ৭.৩ শতাংশ। শীর্ষে ভিভো। এই নিয়ে টানা ছ’টি ত্রৈমাসিকেই শীর্ষে থাকল এই সংস্থা।

Advertisement

কী বলছে রিপোর্ট? জানানো হয়েছে, এই ত্রৈমাসিকে সাকুল্যে ৩ কোটি ৭৯ লক্ষ স্মার্টফোন রপ্তানি করেছে ভারত। সব মিলিয়ে ২০২৫ সালের প্রথমার্ধে রপ্তানি করা হয়েছে ৭ কোটি স্মার্টফোন। যা গত বছরের প্রথমার্ধের তুলনায় ০.৯ শতাংশ বেশি। আগের দুই ত্রৈমাসিকের হিসেবে রপ্তানিতে ভাটা দেখা গিয়েছিল। অবশেষে এবার বাজার চাঙ্গা হয়েছে। কিন্তু বাজার চাঙ্গা হল কীভাবে? রিপোর্টে দাবি করা হয়েছে, পরপর নতুন মডেল লঞ্চ থেকে শুরু করে দাম পরিবর্তন কিংবা অফলাইন বিক্রি বাড়ানোর মতো নানা পদক্ষেপেই এই সাফল্য। যদিও আইডিসির ভবিষ্যদ্বাণী, উপভোক্তাদের চাহিদা কমে যাওয়ার মতো ইস্যুর কারণে বাকি বছরে রপ্তানির ছবিটা আর উজ্জ্বল হবে না।

রিপোর্টে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে যে সংস্থা, তার নাম ভিভো। গত ৬টি ত্রৈমাসিকের হিসেবে এই সংস্থাই শীর্ষে। দ্বিতীয় স্থানে স্যামসাং। তবে ওই সংস্থার রপ্তানি ২১ শতাংশ বেড়েছে। যার পিছনে রয়েছে নতুন এআই-পাওয়ার্ড এ, এম ও এফ সিরিজের মডেলের বাজারে ঝড় তোলা। তৃতীয় স্থানে ওপো। অন্যদিকে অ্যাপলের রপ্তামিও অনেকটাই বেড়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে ওই সংস্থার স্মার্টফোনের রপ্তানি বেড়েছে ২১.৫ শতাংশ। দেশের শীর্ষস্থানে থাকা মডেল আইফোন ১৬। মোট স্মার্টফোনের রপ্তানির ৪ শতাংশই ওই সংস্থার। রিপোর্টে দেখা যাচ্ছে, বাজেট-বান্ধব স্মার্টফোনের রমরমা। ভারতীয় মুদ্রায় ৮ হাজার ৮০০ টাকার মধ্যে যেসব স্মার্টফোন, তার বিক্রি বেড়েছে ২২.৯ শতাংশ। এক্ষেত্রে শীর্ষে শাওমির রেডমি এ৪ ও এ৫।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ