সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই ভারতের পা রাখছে এলন মাস্কের সংস্থা স্টারলিংক। শুরু হবে ইন্টারনেট পরিষেবা। আর সেই সংস্থাই এবার ভেরিফিকেশনের জন্য UIDAI-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল। মূলত গ্রাহকদের কেওয়াইসি-র জন্য আধার ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনের তরফ মিলেছে সব অনুমোদন। ভারতের আকাশে স্যাটেলাইট ওড়ানোর জন্য অনুমোদন দিয়েছে ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। আর এই প্রক্রিয়াগুলো থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে স্টারলিংকের ভারতে প্রবেশের পথ কার্যত প্রশস্ত।
এখনও কিছু প্রস্তুতি বাকি আছে। তবে UIDAI-এর সঙ্গে এই পার্টনারশিপ বলছে, দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। স্টারলিংকের নতুন গ্রাহকরা যাতে দ্রুত, কোনও জটিলতা ছাড়াই পরিষেবা পেতে পারে, তার জন্যই এই গাঁটছড়া বাঁধা বলে মনে করা হচ্ছে। এতে স্টারলিংকের পরিষেবা হবে আরও সুরক্ষিত।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে, গ্লোবাল স্যাটেলাইট টেকনোলজির সঙ্গে হাত মেলাচ্ছে ভারতের ইউআইডিএআই। আধার ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা পরিষেবা গ্রহণ করতে পারবেন। বাড়ি থেকে কর্মস্থল, যে কোনও প্রতিষ্ঠানে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে স্টারলিংক।
স্টারলিংক ২০২১ থেকেই প্রি অর্ডার নিতে শুরু করেছিল। পরে তাদের সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় তারা টাকাও ফেরত দেয় গ্রাহকদের। শীঘ্রই আবার পরিষেবা শুরু হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত প্রি অর্ডার নেওয়া শুরু হয়নি।
স্টারলিং সংস্থার মূল উদ্দেশ্য হল গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দেওয়া। যেখানে ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায় না, সেখানেই নেটওয়ার্ক পৌঁছে দেওয়া হবে। পৃথিবীর ৫৫০ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করবে, এমন একটি স্যাটেলাইট দিয়েই এই পরিষেবা দেওয়া হবে। সব ঠিক থাকলে ২০২৫ সালের শেষে অথবা ২০২৬-এর শুরুতে স্টারলিং পরিষেবা দেওয়া শুরু করবে ভারতে। এর ফলে উপকৃত হবেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। পরিষেবা পেতে কত খরচ হবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.