Advertisement
Advertisement
Tea Dating App

মহিলাদের ‘মনের মানুষ’ চিনিয়ে দেবে টি ডেটিং অ্যাপ, হিংসায় জ্বলছে ছেলেরা!

টি ডেটিং অ্যাপ থেকে কী কী সুবিধা পাবেন মহিলারা?

Tea Dating App is women-only and it is making men mad, here's why
Published by: Sulaya Singha
  • Posted:July 26, 2025 12:50 pm
  • Updated:July 31, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করার পরিকল্পনা থাক বা না-ই থাক, ভালোবাসায় থাকতে কে না পছন্দ করেন! প্রেমের সাগরে ডুব দিতে অনেকেই পাড়ি দেন ডেটিং অ্যাপে। নতুন কোনও সঙ্গীকে খুঁজে নেন। তাঁর হাত ধরেই পূরণ করেন জীবনের নানা স্বপ্ন। কিন্তু সঠিক মনের মানুষটি বাছাই করাই সবচেয়ে কঠিন কাজ। আপনার জন্য কে রেড ফ্ল্যাগ, তা তো আর এক-দু’বার কথা বললেই বোঝা সম্ভব নয়! বিশেষ করে, ভুল সঙ্গীর ফাঁদে পড়লে বেশি সমস্যায় পড়েন মহিলারা। তবে এবার আর নয়। মেয়েদের মুশকিল আসান করতে এন্ট্রি নিয়েছে টি ডেটিং অ্যাপ। মহিলাদের জন্য সুবিধাজনক যে অ্যাপটি দেখে রীতিমতো হিংসায় জ্বলছে পুরুষ মহল!

Advertisement

ঠিক কী এই টি ডেটিং অ্যাপ? কেনই বা এই অ্যাপ পুরুষদের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে? চলুন জেনে নেওয়া যাক। মেয়েরা যে গসিপ ভালোবাসেন, তা মোটামোটি সর্বজনবিদিত। নানা বিষয় নিয়ে রসাল আলোচনা, পরনিন্দা-পরচর্চায় দিনভর কাটিয়ে দিতে পারেন মেয়েরা। এই টি অ্যাপ মহিলাদের এমনই এক ভারচুয়াল ‘চায়ের আড্ডা’র সুযোগ করে দেবে। টি নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়তে পারলেই সেখানে খুঁজে পাবেন আপনার মতোই আরও সদস্যা। যাঁদের সঙ্গে পুরুষদের স্বভাব, আচরণ ইত্য়াদি নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আপনার সঙ্গে আলাপ হওয়া পুরুষটি কেমন, তা জানাতে পারবেন অন্যকে। তিনি ‘সু’ নাকি ‘কু’-পুরুষ সেটাও জানিয়ে দেওয়া যাবে। ফলে সতর্ক হতে পারবেন অন্যান্য মহিলাও।

এখানেই শেষ নয়, পুরুষদের নিয়ে রিভিউ এবং রেটিং দেওয়ার অপশনও পাবেন মহিলারা। ফলে নতুন ইউজাররা সেই বুঝে কার সঙ্গী হবেন, আর কার থেকে দূরে থাকবেন, তা অনায়াসেই বুঝে নিতে পারবেন। আর ঠিক এখানেই রাগ পুরুষদের। শুধুমাত্র মহিলারাই এই সুবিধা উপভোগ করবেন। যেখানে ‘খলনায়ক’ হতে হবে বহু পুরুষকে।

মহিলাদের জন্য এই নিরাপদ অ্যাপটি মার্কিন মুলুকে এখন রীতিমতো ট্রেন্ডিং। ভারতীয়রাও অ্যাপটি ব্যবহার করতে পারেন। যদিও সেখানে পুরুষদের নিয়ে রিভিউ সংখ্যা তুলনামূলক কম। তবে অ্যাপ নির্মাতাদের আশা, জনপ্রিয়তা বাড়লে ভারতীয় মহিলাদের কাছেও ‘প্রিয় বন্ধু’ হয়ে উঠবে টি ডেটিং অ্যাপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement