সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবক্স চেক করছেন, আচমকাই দেখতে পেলেন সাবস্ক্রিপশন রিনিউয়াল রিমাইন্ডার ভেসে রয়েছে ইনবক্সে। অথবা চাকরির অফার, ওজন কমানোর কর্মসূচি, ওয়েবিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ- এসবও প্রায়ই নজরে পড়ে। আর তা থেকে অব্যাহতি পাওয়ার সেরা উপায় আনসাবস্ক্রাইব করা। কিন্তু জানেন কি, হ্যাকারদের পাতা ফাঁদেও পড়তে পারেন এর ফলে!
সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত রিপোর্টে এই বিষয়ে ইউজারদের সতর্ক করা হয়েছে। ওই রিপোর্টের দাবি, মেলগুলিতে ক্লিক করলেই সর্বনাশ। সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাপের ‘সেফ জোন’ ছেড়ে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটটিতে ঢুকে পড়ছেন। কাজেই এমন কিছু না করে সতর্ক থাকতে হবে। মেনে চলতে হবে কয়েকটি সহজ পদ্ধতি। তাহলেই আর বিপদে পড়ার ভয় নেই।
কীভাবে সাবধান হবেন
১. মেলে থাকা লিঙ্কে ক্লিক না করে আপনার ইমেল প্রোভাইডারের আনসাবস্ক্রাইব অপশন ব্যবহার করুন। জিমেল, আউটলুক ও অন্যান্য অ্যাপগুলির আনসাবস্ক্রাইব বাটন রয়েছে, যা নিরাপদ।
২. আনসাবস্ক্রাইব না করে অজানা বা সন্দেহজনক ইমেলগুলিকে মার্ক করুন।
৩. অচেনা বা বিশ্বাসযোগ্য নয় এমন ইমেলের আনসাবস্ক্রাইব লিঙ্কে ভুলেও ক্লিক নয়।
৪. অ্যাপলের ‘হাইড মাই ইমেল’ ফিচার অথবা ক্রোম কিংবা ফায়ারফক্সের ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করুন। এতে আপনার আসল ইমেল অ্যাড্রেস ‘প্রাইভেট’ই থাকবে।
৫. আপনার ইমেল অ্যাপ ও সিকিউরিটি সফটওয়্যার সব সময় আপডেটেড করে রাখুন। এতে নতুন বিপদের হাত থেকে রক্ষা পাবেন।
মাথায় রাখুন স্ক্যামারদের পাল্লায় পড়া থেকে দূরে থাকা কিন্তু খুব সহজ। কেবল এই ধরনের পদক্ষেপগুলি মাথায় রাখুন। এককথায় বললে, ‘স্মার্ট’ থাকতে হবে। সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনও লিঙ্ক দেখলেই সাবধান হতে হবে। তাহলেই আর ভয় নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.