Advertisement
Advertisement
UPI

UPI লেনদেনের নিয়মে বড় বদল আসছে! জেনে নিন বিশদে

এবছরের ১ আগস্ট থেকে বদল ঘটছে কোন কোন নিয়মে?

UPI Payment Rule Change From 1 August 2025
Published by: Biswadip Dey
  • Posted:June 3, 2025 7:26 pm
  • Updated:June 3, 2025 7:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া গড়াই মোদি সরকারের লক্ষ্য। আর সেই কারণেই ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইউপিআই লেনদেনের ব্যবস্থা। যত সময় গিয়েছে, আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। আগামী ১ আগস্টের মধ্যেই বড় বদল আসছে ইউপিআই ব্যবহারের নিয়মে।

Advertisement

‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ তথা এনপিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পেটিএম, গুগল পে কিংবা ফোন পে- আপনি যেটাই ব্যবহার করুন না কেন, কিছু ফিচারের ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে। সীমাবদ্ধ করা হচ্ছে কয়েকটি ফিচার ব্যবহার। এর মধ্যে ব্যালেন্স চেক, অটো পে-তে সম্মতি দেওয়া এবং লেনদেনের স্টেটাস দেখার মতো ফিচার রয়েছে।

জেনে নিন বিশদে
নয়া গাইডলাইন অনুযায়ী, ইউপিআই ইউজাররা দিনে ৫০ বারের বেশি ব্যালেন্স দেখতে পাবেন না। তবে এটা প্রতিটি অ্যাপের ক্ষেত্রে আলাদা ভাবে প্রযোজ্য। অর্থাৎ যদি ফোনপে এবং পেটিএম দু’টি অ্যাপই ব্যবহার করেন তবে প্রতিটি অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। আসলে বারবার ব্যালেন্স চেক করে সার্ভারের উপরে লোড বাড়ায়। এর ফলে সিস্টেম স্লো হয়ে যায়। তাই এই নয়া নিয়ম আনা হচ্ছে।

এনপিসিআই নির্দেশ দিয়েছে লেনদেনের শেষে ব্যালেন্স কত থাকল তা জানিয়ে দিতে হবে ব্যাঙ্কগুলিকে। একই সঙ্গে ইউপিআই অ্যাপগুলিতে এমন প্রযুক্তি আনা হচ্ছে যাকে দিনের কর্মব্যস্ত সময়ে ব্যালেন্স চেক করা আটকানো যায়। এর ফলে ইউপিআই ব্যবস্থার পরিকাঠামো ঠিক রাখা সম্ভব হবে।

কোনও ব্যাঙ্ক বা পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) যদি নিয়ম ফলো না করে সেক্ষেত্রে জরিমানা-সহ নানা পদক্ষেপ করা হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ