সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুকিয়ে জিমেলের পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ‘লুকনো বিপদ’-এর কথা জানিয়ে ১৮০ কোটি জিমেল ইউজারকে সতর্ক করল গুগল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি, গুগল জেমিনি ব্যবহার করেই কার্যসিদ্ধি করছে হ্যাকাররা।
কী বলছেন বিশেষজ্ঞরা?
সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেমিনিকে বোকা বানিয়েই বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা। ফলে গুগলের নিজস্ব চ্যাটবটটি কোনও সতর্কতা জারি করতে পারছে না। আর ইউজাররাও ব্যক্তিগত তথ্য যেমন দিয়ে দিচ্ছেন, তেমনই ক্ষতিকর ওয়েবসাইটে ঢুকেও পড়ছেন। মেলগুলি বেশির ভাগই জরুরি অথবা বাণিজ্য সংক্রান্ত বলে দাবি করে হ্যাকাররা। ফন্ট সাইজ শূন্য করে দিয়ে টেক্সটের রং সাদা করে ‘অদৃশ্য’ প্রম্পট পাঠাচ্ছে। ফলে বোকা বনছে জেমিনি। এদিকে ইউজাররা জেমিনিকে ‘সামারাইজ দিস ইমেল’ প্রম্পট দিলে তখন গুপ্ত বার্তাও পড়ে ফেলত জেমিনি। সেই বার্তায় ‘গুগল সাপোর্ট’-এর ভুয়ো ফোন নম্বরও দেওয়া থাকছে। ফলে একবার ফাঁদে পা দিলেই সর্বনাশ!
কীভাবে বাঁচবেন
এআই সামারিতে ‘আর্জেন্ট সিকিউরিটি ওয়ার্নিংস’ এলে সেটা চোখ বুজে বিশ্বাস করবেন না।
গুগল কখনও জেমিনির সামারিতে আপনাকে পাসওয়ার্ড বদলাতেও বলবে না।
কোনও সামারিতে যাই বলা হোক, সন্দেহ হলে নিজেই মেলটি পুরোটা পড়ে দেখুন।
কোনও সাপোর্ট নম্বরে ফোন করতে বললে আগে সন্দিহান হোন। ভালো করে সব দিক খতিয়ে দেখুন।
মনে রাখবেন, গুগলের কিন্তু সরাসরি ফোন করার নম্বর দেওয়া থাকে না জিমেলের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.