Advertisement
Advertisement
VerSe Innovation

মাত্র এক বছরে রাজস্ব বৃদ্ধির হার ৮৮ শতাংশ! আরও লাভের লক্ষ্যে ভার সে ইনোভেশন

ডিজিটাল ভারতের নেতা হয়ে উঠতে পারে ভার সে ইনোভেশন।

VerSe Innovation achieves 88% Revenue Growth in FY 25
Published by: Anwesha Adhikary
  • Posted:September 30, 2025 12:54 pm
  • Updated:September 30, 2025 12:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক বছরে রাজস্ব বৃদ্ধির হার ৮৮ শতাংশ! এমনই চমকপ্রদ সাফল্য পেল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা ভার সে ইনোভেশন। এআই পরিচালিত এই ল্যাঙ্গুয়েজ টেকনোলজি প্ল্যাটফর্মের রাজস্ব বৃদ্ধির হার গত অর্থবর্ষে ৮৮ শতাংশ বেড়ে গিয়েছে। সেই সঙ্গে অর্থ খোয়ানোর হারও একবছরে ২০ শতাংশ কমিয়ে ফেলেছে সংস্থাটি। আগামী দিনে আরও বেশি লাভের সম্ভাবনা দেখছে ভার সে ইনোভেশন।

Advertisement

গত অর্থবর্ষে ভার সে ইনোভেশনের অপারেশনস বিভাগে মোট রাজস্বের পরিমাণ ছিল ১০২৯ কোটি টাকা। পরের অর্থবর্ষে সেটা ১৯৩০ কোটিতে পৌঁছেছে। সামগ্রিকভাবে রাজস্বের পরিমাণ ১২৬১ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০৭১ কোটি টাকা। অধিগ্রহণ বাদ দিয়ে সংগৃহীত রাজস্বের পরিমাণ ১,০২৯ কোটি টাকা থেকে ৩৩% বৃদ্ধি পেয়ে অর্থবর্ষ ২৫-এ ১,৩৭৩ কোটি টাকা হয়েছে। রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সংস্থার ঘাটতির পরিমাণ কমেছে। EBITDA বার্ন ২০ শতাংশ কমেছে ভার সে ইনোভেশনের। ৯২০ কোটি থেকে অর্থ খোয়ানোর পরিমাণ ৭৩৮ কোটিতে নেমেছে। যেহেতু সংস্থার দক্ষতা বৃদ্ধি পেয়েছে, তার জেরেই সংস্থার ব্যয়ের পরিমাণ অনেক কমেছে। 

অভাবনীয় সাফল্যের পর চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে আরও লাভের লক্ষ্যমাত্রা স্থির করেছে ভার সে ইনোভেশন। সাবস্ক্রিপশন বাড়ানো, জোশ অডিও কলিং ব্যবহারকারীদের এবং ক্রিয়েটরদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ-এই বিষয়গুলির মাধ্যমে আরও বেশি লাভের পথে এগোচ্ছে ভার সে ইনোভেশন। এআইয়ের মাধ্যমে ভারতে আগামী দিনে ডিজিটাল দুনিয়ায় ‘বিপ্লব’ এনে, ডিজিটাল ভারতের নেতা হয়ে উঠতে পারে ভার সে ইনোভেশন। দেশের গণ্ডি পেরনোর লক্ষ্যও রাখছে সংস্থাটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ