সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ভোডাফোন-আইডিয়ার গ্রাহক? সময় পেলেই ওটিটি-তে নজর রাখেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। সিনেমা, সিরিজ প্রেমীদের কথা মাথায় রেখে আকর্ষণীয় পোস্ট পেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির Vi।
জানা গিয়েছে, সংস্থার তরফে আনা এই ফ্যামিলি প্যাকের খরচ ৮৭১ টাকা। মেয়াদ ১ মাস। কী কী সুবিধা পাবেন এতে? দুটো মোবাইল কানেকশান, তার মধ্যে একটি প্রাইমারি, অন্যটি সেকেন্ডারি। পাবেন ডিজিটাল ও ট্রাভেল বেনিফিট। তবে এই প্ল্যানের মূল আকর্ষণ নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন। তবে এই সুবিধা পাবেন প্রাইমারি ইউজাররা। এখানেই শেষ নয়। ১২০ জিবি পর্যন্ত অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে ৭০ জিবি প্রাইমারি ইউজারের জন্য। ৪০ জিবি সেকেন্ডারি ব্যবহারকারীর।
এখানেই শেষ নয়, মিলবে আনলিমিটেড কল। ভারতের নির্দিষ্ট কয়েকটি শহরে মিলবে ৫ জি পরিষেবা। মাসে পাবেন তিনহাজার মেসেজ। অ্যামাজন প্রাইম, ডিসনি প্লাস হটস্টার, সোনিLIV, ফ্যানকোড-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে পারবেন এই প্ল্যানের অংশ হিসেবেই। সংস্থার তরফে জানানো হয়েছে, ছোট পরিবারের কথা ভেবেই এই ফ্যামিলি রিচার্জ প্ল্যানের সিদ্ধান্ত। এই প্ল্যান যে ওটিটি প্রেমীদের মন কাড়বে তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.