নব্যেন্দু হাজরা: এবার বাড়ি বসেই সরকারি বাস (Bus), ট্রাম (Tram) ও ফেরির (Ferry) স্মার্টকার্ড রিচার্জ করা যাবে। রবিবার থেকে নয়া পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ নিগম (WBTC)। মহামারী আবহে যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিষেবা চালু করা হল বলে খবর। ফলে নিত্যযাত্রীদের রিচার্জ করানো ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করছে পরিবহণ নিগম।
রাজ্য সরকারি বাস, ট্রাম ও ফেরির নিত্য যাত্রীদের সুবিধার কথা ভেবে আগেই স্মার্ট কার্ড (Smart Card) চালু করা হয়েছিল। ফলে নগদ টাকা দেওয়ার ঝামেলা কমেছে। সরকারি তথ্য বলছে, প্রায় ৩০ হাজার যাত্রী এই পরিষেবা ব্যবহার করেন। এতদিন সেই কার্ড রিচার্জ করতে নিগমের নির্দিষ্ট করা ৩০টি পয়েন্ট অফ সেলস (POS) কাউন্টারে যেতে হত যাত্রীদের। কলকাতায় মোট ১৪টি এধরণের কাউন্টার আছে। কিন্তু মহামারী আবহে অনেকেই সেই কাউন্টারে যেতে চাইছেন না। তাই এবার বাড়ি বসেই কার্ড রিচার্জের (Reharge) সুবিধা চালু করা হল।
কীভাবে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে?
তবে কেউ চাইলে আগের মতোই পয়েন্ট অফ সেল কাউন্টার থেকেও রিচার্জ করতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.