Advertisement
Advertisement
Digha

দিঘা ঘুরতে আর গুনতে হবে না বাড়তি ভাড়া! সরকারি এই অ্যাপেই গাড়ি বুক করে ফেলুন

বাড়তি ভাড়ার জুলুমবাজি থেকে গাড়ি কিংবা টোটো চালকদের খারাপ ব্যবহারের অভিযোগ সামনে আসছিল।

west bengal govt yatri sathi app start at digha
Published by: Kousik Sinha
  • Posted:August 28, 2025 6:36 pm
  • Updated:August 28, 2025 6:36 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় বেড়াতে গিয়ে গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে বহু সময়ে বিপাকে পড়তে হয় পর্যটকদের। বাড়তি ভাড়ার জুলুমবাজি থেকে গাড়ি কিংবা টোটো চালকদের খারাপ ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। যা নিয়ে পর্যটকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। আর এই সমস্যা থেকে মুক্তি দিতেই পর্যটকদের জন্য বড় পদক্ষেপ। এবার দিঘাতেও চালু হল ‘যাত্রী সাথী’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই হোটেলে পৌঁছে যাবে গাড়ি। এজন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না পর্যটকদের। সরকারি এই অ্যাপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ছিলেন পুলিশ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও।

Advertisement

সরকারি উদ্যোগে তৈরি মোবাইল অ্যাপ ‘যাত্রী সাথী’। এই অ্যাপের মাধ্যমে দিন রাত, যে কোনও সময়ে ক্যাব বুক করা সম্ভব। বলে রাখা প্রয়োজন, জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই দিঘায় বেড়েছে পর্যটকদের ভিড়। শনি-রবিবার হলে তো কথাই নেই! হোটেলে জায়গা পেতে হিমশিম অবস্থা। আর এই ভিড়ের সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ীদের হাতে হেনস্তার শিকার হচ্ছেন পর্যটকরা। বিশেষ করে দিঘার আশে পাশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অটো কিংবা গাড়ি বুকিং করতে গেলে জুলুমবাজির শিকার হতে হচ্ছে পর্যটকদের।

অভিযোগ, পর্যটকদের কাছে চাওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এই সংক্রান্ত একাধিক অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে জমা পড়েছে বলে খবর। আর এই সমস্যা থেকে পর্যটকদের মুক্তি দিতেই দিঘাতেও এবার চালু হল ‘যাত্রী সাথী’র পরিষেবা। জানা গিয়েছে, ইতিমধ্যে অটো এবং ক্যাব মিলে এখনও পর্যন্ত ১৩০টি গাড়ি এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। 

দিঘায় অ্যাপের মাধ্যমেই বুকিং করা যাবে ক্যাব।

শুধু ক্যাবই নয়, এই অ্যাপের মাধ্যমে সরকারি বাসেরও সমস্ত তথ্য পাবেন পর্যটকরা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন,”দেশ-বিদেশের পর্যটকরা এখন দিঘায় আসছেন। যাত্রী পরিষেবার মান আরও ভালো করতেই পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপ দিঘায় চালু করা হল। স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমেই গাড়ি বুকিং করা যাবে।” তবে শুধু দিঘার মধ্যেই নয়, এই অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করে পর্যটকরা মন্দারমণি, তাজপুর পর্যন্ত পর্যটকরা বেড়াতে যেতে পারবেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement