Advertisement
Advertisement
WhatsApp

সাইবার প্রতারণা! ৭১ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার খবর বহু বার সামনে এসেছে।

WhatsApp Banned Over 68 Lakh Accounts Linked To Online Scams
Published by: Subhodeep Mullick
  • Posted:August 6, 2025 9:13 pm
  • Updated:August 6, 2025 9:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের প্রথম ছ’মাসে ৭১ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, ওই সকল অ্যাকাউন্টগুলি থেকে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার কাজ পরিচালনা করা হত। পাশাপাশি, যুক্ত ছিল ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনাতেও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার জালিয়াতি ঠেকানোর জন্য এই পদক্ষেপ করেছে মেটা।

Advertisement

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার খবর কয়েকবছর ধরেই সামনে আসছে। কখনও এই মেসেজিং অ্যাপে অচেনা নম্বর থেকে ‘ভয়েস কল; করে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে তো কখনও লিংক পাঠিয়ে ম্যালওয়্যার ভরে দেওয়া হয়েছে ডিভাইসে। এধরনের প্রতারণা রুখতে বদ্ধপরিকর মেটার অন্তর্ভুক্ত অ্যাপটি। এমনকী কেন্দ্রও এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতোই এর আগেও বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যে সমস্ত নম্বর থেকে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে, সেসব চিহ্নিত করেই এই পদক্ষেপ করা হয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই এদেশে হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। তাই এই অ্যাপ ব্যবহার করে প্রতারণার জালও বিস্তৃত হচ্ছে। সেই কারণে প্রায়ই দফায় দফায় বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ করছে হোয়াটসঅ্যাপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ