সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। ফলে আলোচনার মাঝে অনেক গুরুত্বপূর্ণ বার্তাই হারিয়ে যায়। পরে সেই সমস্ত বার্তা খুঁজতে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও কখনও আবার আমরা ভুলেও যাই। কিন্তু সেই দিন এবার শেষ। কারণ, হোয়াটসঅ্যাপে এসে গিয়েছে নয়া ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’।
কী এই ফিচার? এর মাধ্যমে এবার থেকে যে কোনও মেসেজেই ‘রিমাইন্ডার’ সেট করা যাবে। এরপর নির্দিষ্ট সময়ে সেই মেসেজ স্ক্রিনে ফুটে উঠবে। গুরুত্বপূর্ণ ওই বার্তা আপনাকে মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপই। যে সমস্ত মেসেজ বা মেসেজগুলিতে ‘রিমাইন্ডার’ সেট করা হবে, সেই বার্তাগুলির পাশে ‘রিমাইন্ডার’ আইকন দেখা যাবে। নির্দিষ্ট সময়ে ওই বার্তা স্ক্রিনে ফুটে ওঠার পর স্বয়ংক্রিয়ভাবেই ওই আইকন সরে যাবে। গুরুত্বপূর্ণ কোনও বার্তা মনে করাতে বা খুঁজে পেতে এই ফিচার বিশেষভাবে কাজে দেবে বলেই মনে করা হচ্ছে।
তবে আপাতত আইফোন ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপের এই ফিচারের সুবিধা নিতে পারবেন। যদিও আগামী দিনে অ্যান্ড্রয়েডেও এই ফিচার শুরু আসবে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আইফোনে হোয়াটসঅ্যাপের ২৫.২৫.৭৪ ভার্সনটিতেই এই সুবিধা মিলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.