Advertisement
Advertisement
WhatsApp

ইনস্টাগ্রামের মতো এবার WhatsApp-এও আসছে ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার! ব্যাপারটা ঠিক কী?

জেনে নিন খুঁটিনাটি।

WhatsApp To Bring New 'Close Friends' List Feature

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 2, 2025 4:06 pm
  • Updated:September 2, 2025 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব মন খারাপ, কিন্তু বলতে পারছেন না কাউকে। আসলে এমন কিছু অনুভূতি থাকে, যা চাইলেও অনেকে প্রকাশ করেন না সমালোচিত হওয়ার ভয়ে। আবার কেউ কেউ চান, মনখারাপের সময় কেউ হাত বাড়াক। খোঁজ নিক মনের। কিন্তু আপনার মনের হদিশ না পেলে খোঁজ নেবেই বা কী করে? নেটিজেনদের কাছে মনের কথা প্রকাশের একটা সহজ রাস্তা, স্টেটাস আপডেট। কিন্তু সেখানেও সমস্যা, যদি চোখে পড়ে যায় এমন কারও যাকে দেখাতে চান না। এই সমস্যা সমাধানে জুকারবার্গের হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা ঠিক কী।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? এতদিন হোয়াটসঅ্যাপে স্টেটাস শেয়ারের ক্ষেত্রে মিলত তিনটি অপশন। ‘মাই কন্ট্যাক্টস’- অর্থাৎ কন্টাক্ট লিস্টে থাকা সকলেই দেখতে পাবেন স্টেটাস। ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’-অর্থাৎ কে কে দেখতে পাবেন না। তৃতীয় অপশন হল ‘অনলি শেয়ার উইথ’-এতে বাছাই করা লোকেরাই দেখতে পায় স্টেটাস। এবার আসছে নয়া আরেক অপশন, ‘ক্লোজ ফ্রেন্ড’। এবার ওই তালিকায় সিলেক্ট করতে পারবেন ঘনিষ্ঠবৃত্তের বন্ধুদের। তাঁদের সিলেক্ট করে যা স্টেটাসে দেবেন, তা শুধুমাত্র বন্ধুরাই দেখতে পাবেন।

তবে এক্ষেত্রেও ২৪ ঘণ্টাই দেখা যাবে স্টেটাস। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব যে প্রতিমুহূর্তে বাড়ছে তা বলাই বাহুল্য। শুধু আড্ডা নয়, অফিসিয়াল বহু কাজ এখন করা হয় এই অ্যাপেই। সেই কারণেই প্রতি নিয়ম অ্যাপটি আপডেট করে চলছে সংস্থা। উদ্দেশ্য একটাই, অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ