Advertisement
Advertisement
WhatsApp

এবার মোবাইল নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! ব্যাপারটা কী?

কী জানাল সংস্থা?

WhatsApp Users Could Soon ‘Reserve Usernames’ For Better Privacy
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 6, 2025 4:08 pm
  • Updated:October 6, 2025 4:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সকলেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় সংস্থা। এবার ফের ইউজারদের জন্য রয়েছে দারুণ খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর হয়তো প্রয়োজন পড়বে নম্বরের! ভাবছেন তো ব্যাপারটা ঠিক কী? জুকারবার্গের সংস্থা সূত্রে খবর, আগামীতে নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সংস্থাসূত্রে খবর, গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নয়া এই ফিচারের ভাবনা। বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তার নম্বরটা থাকা আবশ্যক। তবে আগামীতে আর এর প্রয়োজন পড়বে না বলেই খবর। জানা যাচ্ছে, ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বিটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এই ফিচারের সুবিধা পাচ্ছেন বলে খবর

প্রসঙ্গত, কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। দিন কয়েকআগেই ট্রান্সলেট ফিচার এনেছে সংস্থা। ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, এবার যে কোনও মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। ভাবছেন নিশ্চয়ই যে কীভাবে? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translateঅপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ