Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, বদলাবে গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা

নিত্যনতুন ফিচার নিয়ে আসে মেটা।

WhatsApp’s latest update will tell you exactly how many people are typing in a group chat

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 15, 2025 5:00 pm
  • Updated:July 15, 2025 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবু নিত্যনতুন ফিচার নিয়ে আসে মেটা। উদ্দেশ্য, এই অ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে তোলা। এবার তারা আনতে চলেছে এক নয়া ফিচার। যার দৌলতে বদলাবে গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা।

Advertisement

কী এই নতুন অভিজ্ঞতা? এর সাহায্যে ইউজাররা কোনও গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত ভাবে এই আপডেট খুব সামান্য বলে মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

মেটার মালিকানাধীন এই চ্যাট অ্যাপের সাম্প্রতিকতম বিটা আপডেটেড সংস্করণ 2.25.20.17-কে এই শক্তিশালী আপডেটটি মিলবে। ঠিক কীভাবে কাজ করবে ফিচারটি? এতদিন পর্যন্ত কোনও গ্রুপের ভিতরে ঢুকলে দেখা যায় কেউ ‘টাইপিং’ করছে কিনা। এমনকী, একাধিক ইউজার টাইপ করলেও সেই আপডেট পাওয়া যায়। কিন্তু এবার চ্যাট লিস্ট থেকেই দেখা যাবে কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। তবে একের বেশি ইউজার মেসেজ রেকর্ড করলে তা অবশ্য জানা যাবে না এই ফিচার থেকে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারদের কেবল একজনের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। সুতরাং টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনও পুরনো অভিজ্ঞতাই হবে ইউজারদের।

তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ইউজাররা পাবেন না। এদিকে অ্যান্ড্রয়েড তথা বিটা ইউজারদের ক্ষেত্রেও আপাতত একেবারে সাম্প্রতিক ভার্শন ব্যবহারকারীদের একটি ছোট অংশেই এটি দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, ধীরে ধীরে সকলেই এই আপডেটটি পাবেন। যার ফলে হোয়াটসঅ্যাপ ইউজারদের গ্রুপ চ্যাটের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement