Advertisement
Advertisement
Zomato

পুজোর মুখে দুঃসংবাদ, এবার Zomato-তে খাবার অর্ডার করলে গুনতে হবে বাড়তি টাকা!

প্ল্যাটফর্ম চার্জ কতটা বাড়াল সংস্থা?

Zomato increases platfrom 20 percent
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 3, 2025 2:09 pm
  • Updated:September 3, 2025 2:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছে হলেই জোম্যাটোতে খাবার অর্ডার করেন? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। পুজোর মুখে এক ধাক্কায় ২০ শতাংশ প্লাটফর্ম চার্জ বাড়ালো এই ফুড ডেলিভারি অ্যাপ। অর্থাৎ এবার খাবার অর্ডার করলে গুনতে হবে বাড়তি টাকা।

Advertisement

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার চাহিদা। কারণ, সাতসকাল হোক বা মধ্যরাত, এক ক্লিকেই হাতের সামনে পৌঁছে যায় পছন্দের খাবার। স্বাভাবিকভাবেই বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। তাদের সকলের জন্য পুজোর মুখে মন খারাপ করা খবর। জানা গিয়েছে, ১০ টাকা থেকে জোম্যাটোর প্লাটফর্ম চার্জ এবার বেড়ে হল ১২ টাকা। অর্থাৎ এবার প্রতি অর্ডারে দিতে হবে বাড়তি টাকা। ২০২৩ সালে জোম্যাটো প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি নিত ২ টাকা। পরবর্তীতে তা বেড়ে হয় ৩ টাকা। ২৪ টাকায় দফায় দফায় তা বেড়ে হয় ১০ টাকা। এবার তা বেড়ে হল ১২ টাকা।

উল্লেখ্য, সম্প্রতি প্ল্যাটফর্ম চার্জ বাড়িয়েছে ফুড ডেলিভারি অ্যাপ সুইগিও। ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো? জানা যাচ্ছে, সামনেই পুজো। ফলে স্বাভাবিকভাবেই বাড়বে অর্ডারের পরিমাণ। সেই কথা মাথায় রেখেই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ