Advertisement
Advertisement
Tinder

বিচ্ছেদের পর প্রেমিকের দেওয়া উপহার কী করবেন বুঝতে পারছেন না? সমাধান নিয়ে হাজির tinder

ব্য়াপারাটা কী?

Tinder’s ‘ex-press disposal truck’ lets you toss emotional baggage in style
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 27, 2025 5:48 pm
  • Updated:April 27, 2025 5:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই প্রেম-বিচ্ছেদ। সকলেই কখনও না কখনও বিচ্ছেদের যন্ত্রণা পেয়েছেন। সঙ্গীকে ভুলতে এখনকার দিনে অধিকাংশই প্রাক্তনকে সোশাল মিডিয়ায় ব্লক করে দেন। কারণ কথাতেই আছে, ‘চোখের আড়াল মানেই মনের আড়াল।’ কিন্তু তাতেও কি ভোলা যায়? চোখের সামনে থাকা প্রেমিকের দেওয়া উপহার বারবার মনে করিয়ে দেয় একসঙ্গে কাটানো মুহূর্তগুলো। যা বারবার কাঁটার মতো বেঁধে মনে। সেই সমস্যা সমাধানে দারুণ উপায় নিয়ে হাজির হল ডেটিং অ্যাপ tinder। ব্যাপারটা কী?

Advertisement

নেটিজেনদের কাছে tinder বহুল জনপ্রিয়। কারণ, ডান আর বামে সোয়াইপ করলে যে মনের মানুষ পাওয়া যায়, তা দেখিয়েছে এই অ্যাপই। এবার বিচ্ছেদের যন্ত্রণা ভোলানোর উপায় নিয়ে হাজির সংস্থা। কী সেই উপায়? জানা গিয়েছে, অভিনব এক ট্রাক এনেছে টিন্ডার। তার একপাশে লেখা ‘ex-press disposal truck’। অন্য়দিকে লেখা রয়েছে, ‘Caution: Emotional Baggage Inside’। প্রেমিকের দেওয়া উপহার, যা আজ আপনার কাছে অপ্রয়োজনীয়, তা নির্দ্বিধায় ফেলে দিতে পারেন এই ট্রাকে। বড় বড় শহরে যেখানে এই ট্রাক ঘুরছে সেখানকার বহু বাসিন্দা ইতিমধ্যেই তাতে রেখে গিয়েছেন প্রাক্তনের দেওয়া বহু উপহার। ইতিমধ্যেই সোশাল মিডিয়াতেও সাড়া ফেলে দিয়েছে এই প্রয়াস।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এই আইডিয়ার প্রশংসা করেছেন অনেকেই। কেউ আবার বলেছেন, যেন তাঁর এলাকায় যায় এই ট্রাক। কেউ আবার কমেন্ট বক্সেও প্রাক্তনকে খোঁচা মারতে ছাড়েননি। লিখেছেন, “আমার প্রাক্তন তো কিছুই দেননি।” তবে উপহার ফেলে দিলেই কী মন থেকে মোছা যায়? সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। সব মিলিয়ে নেটিজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে টিন্ডারের এই উদ্যোগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ