সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতু অনুযায়ী বদলে যায় বেড়ানোর স্বাদ। গরমে পাহাড়ে ঘোরার যা মজা বর্ষায় সেই স্বাদ একদম বদলে যায়। আবার শীতে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ানোর যে অনুভূতি হয় সেই অনুভব বসন্তে মিলবে না। প্রকৃতির রূপ-রস-গন্ধের সঙ্গে সঙ্গে বদলে যায় পর্যটকের মুডও। একইভাবে বদলে যায়, ব্যাগ গোছানোর ধরনও। আর এই ট্রিপ যদি রোড ট্রিপ হয়, তাহলে তো কথাই নেই! লাগেজ গোছানোর সময় আরও সতর্ক থাকতে হয়।
বর্ষায় সবুজে মোড়া রাস্তা। অঝোরে ঝরতে থাকা বারিধারা। সঙ্গে প্রিয় গান আর প্রিয় মানুষের সঙ্গে গাড়ি করে রোড ট্রিপের অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কিন্তু সেই রোড ট্রিপের জন্য লাগেজ গোছানোয় যদি সামান্যও গণ্ডগোল হয়, তাহলে মাটি হতে পারে বেড়ানোর সুখানুভূতি। বর্ষায় বেড়াতে গেলে ব্য়াগে এই জিনিসগুলি রাখতে ভুলবেন না।
ওয়াটারপ্রুফ ডাফেল ব্যাগ
বর্ষায় ব্যাগ ভিজে গেলে চিন্তার শেষ নেই। তাই ব্যাগ হতে হবে ওয়াটারপ্রুফ বা জলবিরোধী। ট্রলির চেয়ে ডাফেল ব্যাগ অনেকটা জায়গা সাশ্রয়ী। ট্রলির মতো চাকা লাগানো থাকায় বহনেও সমস্যা কম। কখনও প্রয়োজন হলে ব্যাগ হাতে নিয়ে নেওয়া যায়। ওয়াটারপ্রুফ হওয়ায় ব্যাগে কাদা লাগলে সহজেই মুছে ফেলা সম্ভব। বেড়িয়ে এসে ব্যাগ ধোওয়াও যায়।
ওয়াটারপ্রুফ জুতো
বর্ষার জন্য সবচেয়ে ভালো ফ্লিপ ফ্লপ। গাড়ির যাত্রার জন্যও সবচেয়ে ভালো এই ধরনের জুতো। কিন্তু পাহাড়ি বা পিছল রাস্তায় এই জুতো পরে হাঁটাচলা করা অসম্ভব। তার উপর থাকে জোঁকের ভয়। তাই ওয়াটারপ্রুফ পা ঢাকা জুতো সবচেয়ে ভালো। তবে সেই জুতোয় ‘গ্রিপ’ থাকা অত্যন্ত জরুরি।
পোর্টেবল টায়ার ইনফ্লেটর
বর্ষার ভিজে রাস্তা গাড়ির চাকায় পাংচার কিংবা হাওয়া কমে যাওয়ার সম্ভাবনা বাড়ায়। আর তাতে দুর্ঘটনার হার বাড়ে। এই পরিস্থিতি এড়ানোর জন্য গাড়িতে পোর্টেবল টায়ার ইনফ্লেটর রাখা আবিশ্যিক।
মাইক্রো ফাইবার টাওয়াল
ওজনেও হালকা। সহজে শুকিয়েও যায়। ফলে ‘মাল্টি টাস্কার’ এই মাইক্রো ফাইবার টাওয়াল। গাড়ির বাষ্পজমা কাঁচ থেকে ভিজে সিট, ভিজে যাওয়া মাথা শুকোতে দারুণ কাজ দেয় এগুলি।
রেনকোট
ছাতা রাখা বাধ্যতামূলক। কিন্তু হাওয়া দিয়ে বৃষ্টি হলে ছাতায় মানে না বা বৃষ্টির মধ্যে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে তখন প্রয়োজন রেনকোট। তবে বর্ষাতি কেনার আগে মনে রাখবেন সেটি হতে হবে ‘ফোল্ডেবল’, যাতে ব্যাগে বেশি জায়গা না নেয়।
উইন্ডস্ক্রিনের জন্য অ্যান্টি ফগ স্প্রে
বর্ষায় উইন্ডস্ক্রিনে অতিরিক্ত বাষ্প জমে। ফলে গাড়ি চালাতে বেশ সমস্যায় পড়তে হয়। সেই বিপদ কাটাতে হাত বা টিস্যু দিয়ে কাঁচ মোছা আরও বিপদ ডেকে আনে। তাই ব্যাগে অ্যান্টি ফগ স্প্রে রাখতেই হবে।
জিপলক ব্যাগ
ব্যাগে চার্জার, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক থাকেই। বৃষ্টিতে সেই ব্যাগ ভিজলে সমূহ বিপদ। টাকা গচ্চা যাওয়ার সম্ভাবনা অনেকটাই। তাই এই বৈদ্যুতিন জিনিসগুলিকে সুরক্ষিত রাখতে পুনর্ব্যবহারযোগ্য মুখবন্ধ ছোট ওয়াটারপ্রুফ ব্যাগ রাখা বাধ্যতামূলক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.