Advertisement
Advertisement
Digha

জঙ্গলমহল-দিঘা আরও কাছাকাছি, জুড়ছে সরকারি বাস পরিষেবায়, ভাড়া কত?

পুরুলিয়া-দিঘার এই সরকারি বাসটি একেবারে জঙ্গলের বুক চিরে চলবে।

Bus service starts from Purulia to Digha

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 23, 2025 8:44 pm
  • Updated:June 23, 2025 8:44 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সরকারি বাস পরিষেবায় জুড়ছে জঙ্গলমহল ও সমুদ্র সৈকত দিঘা। এবার জঙ্গলমহল থেকে দিঘার জগন্নাথ ধাম আরও কাছাকাছি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে মাত্র ২৪৫ টাকা ভাড়াতেই একেবারে জঙ্গল পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই সৈকত নগরী-সহ জগন্নাথ ধাম দর্শন হবে জঙ্গলমহলের জেলাগুলির।

সোমবার পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসস্ট্যান্ডের পুরুলিয়া-দিঘা ওই সরকারি বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই সরকারি বাসটি চলাচল শুরু করবে আগামী বুধবার থেকে। দিঘার জগন্নাথ ধামে আরও পর্যটক টানতেই রথযাত্রার প্রাক্কালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই উদ্যোগ। তবে শুধু জঙ্গলমহল পুরুলিয়া থেকে জগন্নাথ ধাম বা সৈকত নগরী দিঘা নয়। খুব শীঘ্রই জঙ্গলমহলের আরও দুই পড়শি জেলা বাঁকুড়া ও ঝাড়গ্রাম থেকেও সরকারি বাস পরিষেবা শুরু হবে। এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডলের হাত ধরে এই সরকারি বাসের উদ্বোধন হয়।

পুরুলিয়া-দিঘা সরকারি বাস পরিষেবার উদ্বোধন। সোমবার। ছবি: দীপক রাম।

 

এদিন এই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্যবিক্রম মোহন হিরানি, পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। চেয়ারম্যান বলেন, “দিঘা এখন শুধু পর্যটনকেন্দ্র নয়। তীর্থক্ষেত্রও। জঙ্গলমহলের মানুষজন যাতে খুব সহজেই দিঘায় গিয়ে জগন্নাথ ধাম দর্শন করতে পারেন সেই কারণেই আমরা পুরুলিয়া থেকে এই সরকারি বাস পরিষেবা চালু করলাম। খুব শীঘ্রই বাঁকুড়া ও ঝাড়গ্রাম থেকেও দিঘা সরকারি বাস পরিষেবা চালু হবে।” পুরুলিয়া থেকে এই বাসটি সকাল ৬টা ৪৫ মিনিটে ছাড়বে। দিঘা পৌঁছবে বিকাল তিনটেয়। ওই একই সময়ে দিঘা থেকে ছেড়ে এসে বিকাল তিনটেয় পুরুলিয়া ঢুকবে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, এই সংস্থার দক্ষিণবঙ্গ-সহ সমগ্র রাজ্য মিলিয়ে ২৫টি ডিপো টার্মিনাস রয়েছে। প্রত্যেকটি ডিপো থেকেই দিঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত রয়েছে রাজ্যের। জগন্নাথ ধাম মন্দির প্রতিষ্ঠা হওয়ায় বহরমপুর-দিঘা, তারাপীঠ- দিঘা, সিউড়ি-দিঘা, বর্ধমান- দিঘা নাইট সার্ভিস, কাটোয়া-দিঘা, কালনা-দিঘা দুর্গাপুর-দিঘা নাইট সার্ভিস, আসানসোল-দিঘা চালু হয়েছে। বর্ধমান-দিঘা ও দুর্গাপুর-দিঘা আগে থেকে সরকারি বাস পরিষেবা থাকলেও নাইট সার্ভিস সম্প্রতি চালু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এবার জঙ্গলমহলের দুই জেলা ছাড়াও কৃষ্ণনগর- দিঘা সরকারি বাস পরিষেবা চালু করবে ওই নিগম। পুরুলিয়া-দিঘা নতুন বাস পরিষেবার উদ্বোধন হওয়ায় এবার এই পুরুলিয়া ডিপোতে মোট রুট হল ২৫ টি। আগে ২৪ টি রুট ছিল। বছর ২০ আগে পুরুলিয়া-দিঘা সরকারি বাস থাকলেও নানান কারণে তা বন্ধ হয়ে যায়। প্রায় ৩০০ কিমি এই যাত্রাপথে তখন বিভিন্ন সমস্যা ছিলো বলে পুরুলিয়া ডিপো সূত্রে জানা গিয়েছে।

পুরুলিয়া-দিঘা সরকারি বাস পরিষেবার উদ্বোধন। সোমবার। ছবি: দীপক রাম।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে দিঘার যেমন সরকারি ভলভো বাস চালু হয়েছে সম্প্রতি। একইভাবে পুরুলিয়া থেকেও একটি সরকারি ভলভো বাস দিঘা যাবে বলে জানিয়েছেন ওই নিগমের চেয়ারম্যান। এই অনুষ্ঠান থেকে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি এই দাবি তোলার পরেই চেয়ারম্যান এ কথা ঘোষণা করেন।

পুরুলিয়া-দিঘার এই সরকারি বাসটি একেবারে জঙ্গলের বুক চিরে চলবে। এমনই তার রুট ঠিক করা হয়েছে। বরাবাজার, বান্দোয়ান, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমনি, কেশিয়াড়ি, বেলদা, এগরা, কাঁথি হয়ে ওই বাঁশ দিঘা যাবে। এই বাস পরিষেবায় দিঘার পর্যটনের প্রসার হবে শুধু নয়। জঙ্গলমহলের পর্যটনেরও প্রসার ঘটবে এই সরকারি বাস পরিষেবার মধ্য দিয়ে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “একেবারে জঙ্গলের বুক চিরে অসাধারন ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে এই সরকারি বাস পুরুলিয়া থেকে দিঘা যাবে। ফলে দিঘার সঙ্গে সঙ্গে এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার পর্যটনেরও প্রসার ঘটবে। যখন এই জেলার মানুষজন দিঘা যাওয়ার ভলভো বাসের দাবি করেছেন তখন এটা প্রমাণিত যে জঙ্গলমহলের অর্থনীতিও আগের চেয়ে বদলে গিয়েছে।” কিছুদিনের মধ্যে কাটোয়া-পুরুলিয়া সরকারি বাস পরিষেবাও শুরু হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement