সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের ভিড়, কোলাহল থেকে মাঝেমাঝেই পালিয়ে যেতে ইচ্ছে হয়। ইচ্ছে হয়, প্রকৃতির মাঝে আরাম করে কয়েকটা দিন কাটিয়ে আসতে। পাহাড়, সবুজ, পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা প্রত্যক্ষ করলে মন-মেজাজ হোক বা শরীর-স্বাস্থ্য সতেজ হয়ে যাবে আপন খেয়ালেই। ভিড় থেকে পালিয়ে কটা দিনের ছুটি কাটাতে যেতে পারেন দক্ষিণ সিকিমের চেরি রিসর্ট। পরিবেশের শান্ত আবেশে ঘেরা এই রিসর্টের গা ঘেষে যেমন রয়েছে টেমি টি-গার্ডেন, তেমনই রয়েছে কাঞ্চনজঙ্ঘার শুভ্র সৌন্দর্য। এর পাশেই বয়ে চলেছে দুরন্ত তিস্তা নদী। পথের পাশ দিয়ে ফুঁটে থাকা অপরূপ চেরি ব্লসম ফুল দক্ষিণ সিকিমের এই রিসর্টকে যে স্বর্গ রাজ্য বানিয়ে দেয়, তা আর বলার অপেক্ষা রাখে না।
বাগডোগরা বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এই চেরি রিসর্ট। শিলিগুড়ি থেকে এই জায়গায় পৌঁছতে লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।
রিসর্টের আরামকেদারায় বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে বেরিয়ে পরতে পারেন আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলির উদ্দেশ্যে। চার ধাম পয়েন্ট, খেচেওপালি লেক, সেবারো রক গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, পেমিয়াংসে মনাস্ট্রি এই অঞ্চলের বেশ কিছু দর্শনীয় স্থান।
ছবি তোলা হোক বা হোক পরিবেশের মাঝে বেশকিছুটা নিজের মতো সময় কাটানো – প্রকৃতির কোলে অবস্থিত এই চেরি রিসর্ট যেন শান্তির অনবদ্য এক অজানা ঠিকানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.