Advertisement
Advertisement
Digha Bus

এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সফরে মিলবে বিশেষ ছাড়! জেনে নিন ৬ বাসের সময় সূচি

প্রতিটি বাসই সপ্তাহে দু'দিন যাতায়াত করবে।

Details of 6 bus services from North Bengal to Digha
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2025 4:54 pm
  • Updated:May 22, 2025 9:16 pm  

নব্যেন্দু হাজরা: পাহাড়ে থাকলে কি দিঘার সমুদ্র দেখার সাধ হয় না? আর এখন দিঘা মানে তো শুধু সমুদ্রের নোনা হাওয়া-মাছ ভাজা আর নিরিবিলি সৈকত নয়, উপরি পাওনা জগন্নাথ দর্শন। তাই পাহাড়বাসীর বড্ড মন কেমন করছে দিঘার জন্য। কিন্তু কীভাবে পৌঁছবেন? নো চিন্তা, এখন দার্জিলিঙয়ের আরও কাছে দিঘা! এবার এক বাসেই পৌঁছে যাওয়া যাবে দিঘার জগন্নাথ ধামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকালেই উদ্বোধন হয়েছে উত্তরবঙ্গ-দিঘা রুটের ছ’টি বাসের। যার ভাড়াও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। প্রতিটি বাসই সপ্তাহে দু’দিন যাতায়াত করবে।

 

More than 10 lacs devotees at Digha Jagannath Temple within 4 days

 

জেনে নিন বাসের সফরনামা

বাস ছাড়বে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে। ৩০ মে কোচবিহার থেকে ছাড়বে প্রথম বাস। আলিপুরদুয়ার ৩১ মে, জলপাইগুড়ি ২৮ মে, শিলিগুড়ি ২৯ মে, রায়গঞ্জ ৩০ মে এবং মালদা ৩১ মে থেকে প্রথম বাস ছাড়বে দিঘার উদ্দেশে।

 

Jagannath Temple: Digha lit up with Chandannagar lights

 

সপ্তাহের কোন দিন কোন জেলা থেকে বাস ছাড়বে?

কোচবিহার- সোম এবং শুক্রবার, দুপুর ২টো।
আলিপুরদুয়ার- মঙ্গল এবং শনিবার, দুপুর ২টো।
জলপাইগুড়ি- বুধ এবং শনিবার। বিকেল ৪টে।
শিলিগুড়ি- বৃহস্পতিবা এবং রবিবার, বিকেল সাড়ে ৫টা
রায়গঞ্জ- সোম এবং শুক্রবার, সন্ধে সাড়ে ৭টা
মালদা-মঙ্গল এবং শনিবার, রাত ৯টা

দিঘা থেকে ফিরতি বাস ছাড়বে কবে?

কোচবিহার- মঙ্গল এবং শনিবার, দুপুর দু’টো।
আলিপুরদুয়ার- বুধ এবং রবিবার, দুপুর দু’টো।
জলপাইগুড়ি- বৃহস্পতি এবং রবিবার। দুপুর আড়াইটে।
শিলিগুড়ি- শুক্রবার এবং সোমবার, দুপুর আড়াইটে।
রায়গঞ্জ- মঙ্গল এবং শনিবার, দুপুর তিনটে।
মালদা- বুধ এবং রবিবার, দুপুর তিনটে।

Foreigners attracted to visit Digha Jagannath Temple
ফাইল ছবি।

 

যাত্রী ভাড়া

কোচবিহার থেকে কলকাতার ভাড়া ১ হাজার ৭২০ টাকা। দিঘার ভাড়া ২ হাজার ১৬০ টাকা।

আলিপুরদুয়ার থেকে কলকাতার ভাড়া ১ হাজার ৭১০ টাকা। দিঘার ভাড়া ২ হাজার ১৫০ টাকা।

জলপাইগুড়ি থেকে কলকাতার ভাড়া ১ হাজার ৪৯০ টাকা। দিঘার ভাড়া ১ হাজার ৯২০ টাকা।

শিলিগুড়ি থেকে কলকাতার ভাড়া ১ হাজার ৩৭০ টাকা। দিঘার ভাড়া ১ হাজার ৮০০ টাকা।

রায়গঞ্জ থেকে কলকাতার ভাড়া ৯৫০ টাকা। দিঘার ভাড়া ১ হাজার ৩৮০ টাকা।

মালদা থেকে কলকাতার ভাড়া ৭৯০ টাকা। দিঘার ভাড়া ১ হাজার ২২০ টাকা।

তবে ১৫ জুন পর্যন্ত বিশেষ ছাড় থাকছে বাস ভাড়ায়।

 

টিকিট কাটা যাবে জেলা এবং দিঘার পরিবহণ নিগমের কাউন্টার থেকে। টিকিট মিলবে এসবিএসটিসি-র বাসস্ট্যান্ডেও। অনলাইনেও টিকিট বুকিং করা যাবে। বাসে মিলবে জলের বোতল এবং কম্বলও। বাসে ৪৫ যাত্রীর আসন থাকছে। সিট হবে পুশ ব্যাক। থাকবে জিপিএস সিস্টেম, প্যানিক বাটন এবং মোবাইল চার্জিং পয়েন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement