Advertisement
Advertisement
Cleanest Villages of India

আপনি কি পরিবেশপ্রেমী? তাহলে পরের গন্তব্য হোক ভারতের দূষণমুক্ত এই চার গ্রাম

তালিকায় আপনার নিকটবর্তী কোন জায়গা রয়েছে দেখে নিন।

four most Beautiful And Cleanest Villages of India
Published by: Arani Bhattacharya
  • Posted:July 15, 2025 5:11 pm
  • Updated:July 15, 2025 5:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে কন্যাকুমারী। ভারতের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রকৃতির নানা চমক। যাকে এককথায় ‘হিডেন জেম’ বললেও ভুল হয় না। বিভিন্ন পর্যটন স্থানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভ্রমণের নেশা কি আপনার বেশ কিছুটা বেড়ে যায়? বা বেড়াতে গিয়ে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ কি আপনাকে বেশি টানে? তাহলে ভারতের সবচেয়ে পরিষ্কার এই চার গ্রাম হোক আপনার আগামী ডেস্টিনেশন। দেখে নেওয়া যাক কোন কোন গ্রাম রয়েছে এই তালিকায়।

Advertisement

মাওলিনং, মেঘালয়: মেঘালয়ের মাওলিনং গ্রাম, যা ইতিমধ্যেই এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসাবে পরিচিত। প্রতি বছর বহু পর্যটক বেড়াতে আসেন এই গ্রামে। মেঘালয় ট্যুরে এই গ্রামে বেড়াতে যাওয়া কিন্তু মাস্ট। ২০০৩ সালে এই গ্রাম ডিসকভার ইন্ডিয়ার তরফে সবচেয়ে পরিষ্কার গ্রামের তকমা অর্জন করে। উল্লেখ্য এই গ্রামে কঠোরভাবে নিষিদ্ধ কোনও আবর্জনা ফেলাও। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার ও ধূমপানও। এই গ্রামের বাসিন্দারা নিজেরাই এই গ্রামকে সারাদিন পরিষ্কার করেন, সাজিয়ে তোলেন। কোথাও কোনও আবর্জনা জমতে দেন না। যেখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই এক আলাদা অভিজ্ঞতার সাক্ষী হবেন তিনি। দেখবেন পরিচ্ছন্নতার পাশাপাশি ফুল ও গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গ্রামের আশপাশ। প্রকৃতি যেন এখানে আরও প্রাণবন্ত ও সুন্দর।

খোনোমা, নাগাল্যান্ড: উত্তর-পূর্বে, নাগাল্যান্ডে অবস্থিত খোনোমা গ্রামও এর মধ্যে উল্লেখযোগ্য। নাগাল্যান্ডের রাজধানী কোহিমার কাছে ৭০০ বছরের পুরনো গ্রাম খোনোমা-তে প্রায় ৩০০০ মানুষের বাস। এই গ্রামের সবুজ তৃণভূমি, ধানজমি, ঐতিহ্যবাহী আঙ্গামি স্থাপত্য ও ভাস্কর্য, চারিদিকের সবুজে ঘেরা প্রকৃতি যেন এক আলাদা মাত্রা যোগ করে তৈরি করেছে এক আলাদা পরিবেশ। একইসঙ্গে পরিচ্ছন্নতা রক্ষা করা এই গ্রামে প্রধান বিষয়। খোনোমার সুবিস্তৃত বনভূমিতে ঘুরে বেড়ালেও মন্দ লাগবে না। তবে এই বনভূমিতে শিকার করা পুরোপুরি নিষিদ্ধ। এককথায় প্রকৃতি ও সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে এই গ্রামে।

নোক ভিলেজ, হিমাচল প্রদেশ: এই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে অবস্থিত নোক গ্রামও। এই গ্রামও পরিচিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। একইসঙ্গে হিমালয়ের এই জনপদটি পরিচিত আধ্যাত্মিক স্থান হিসাবেও। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি মঠ রয়েছে এই স্থানে। যেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেওয়ালচিত্র। চারিদিকে বরফ, পাহাড়ের ও রুক্ষ প্রকৃতির মাঝেও এক অন্য পরিবেশ, সৌন্দর্য ও পরিচ্ছন্নতা যেন এই গ্রামের এক অন্য সংজ্ঞা তৈরি করেছে।

ইদুক্কি গ্রাম, কেরল: দক্ষিণ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেরালা। যা পরিচিত ‘ঈশ্বরের আপন দেশ’ হিসাবে। সেখানেই লুকিয়ে রয়েছে এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম ইদুক্কি। যেখানে সকাল হয় পাখির কলতানে, সবুজে ঘেরা পরিবেশে। একইসঙ্গে সেখানে অবস্থান করছে পাহাড়, ঝর্না, গাছগাছালিতে ঘেরা সবুজে মোড়া ইদুক্কি গ্রাম। যেখানে এই সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রতিবছর হাজার হাজার পর্যটক। পায়ে হেঁটে অথবা স্কুটারে করে ঘুরে দেখতে পারেন ইদুক্কির চারপাশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ