Advertisement
Advertisement

Breaking News

Royal Bengal Tiger

বছর শেষে আসছে জোড়া রয়‍্যাল বেঙ্গল, গড়চুমুকে পর্যটনে জোয়ার

শিলিগুড়ি সাফারি পার্ক থেকে একজোড়া রয়‍্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হচ্ছে।

Garchumuk Zoological Park to get Royal Bengal Tiger
Published by: Sayani Sen
  • Posted:July 20, 2025 2:12 pm
  • Updated:July 20, 2025 2:12 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: পর্যটক ও পশুপ্রেমীদের জন্য সুখবর। এ বছরের শেষের দিকে বা সামনের বছরের গোড়ার দিকে গড়চুমুক জুলজিক্যাল পার্কে আসছে জোড়া রয়‍্যাল বেঙ্গল টাইগার। শিলিগুড়ি সাফারি পার্ক থেকে এই একজোড়া রয়‍্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হচ্ছে।

Advertisement

বাঘ রাখার জন্য বিশেষ ধরনের খাঁচার নকশার অনুমোদন পাওয়া গিয়েছে জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে। শীঘ্রই শুরু হবে খাঁচা তৈরির কাজ। নিঃসন্দেহে এটি পর্যটকদের কাছে খুশির খবর। শনিবার গড়চুমুক পর্যটনকেন্দ্রে বনমহোৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় বলেন, “এই চিড়িয়াখানায় দুটি রয়‍্যাল বেঙ্গল টাইগার আনা হবে। সেই বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। বাঘ নির্বাচন হয়ে গিয়েছে। তবে তা আসতে এখনও কয়েকমাস দেরি হতে পারে।” বাঘ রাখার জন্য বিশেষ ধরনের খাঁচা দরকার। খাঁচা তৈরি হয়ে গেলেই বাঘ দুটিকে আনা হবে বলেও মন্ত্রী জানান।

জেলা বনদপ্তর সূত্রের খবর, বাঘের জন্য সেই বিশেষ খাঁচার নকশার কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অনুমোদন পাওয়া গিয়েছে। জেলা বনাধিকারিক দীপককুমার মণ্ডল বলেন, “বর্ষা নেমে যাওয়ায় কাজ শুরু করা যায়নি। বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে। এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই গড়চুমুক জুলজিক্যাল পার্কে রয়‍্যাল বেঙ্গল টাইগার এসে যাবে। এছাড়া চিতাবাঘ, হায়েনা ও নেকড়ে আনা হচ্ছে। এইসব পশুর জন্য খাঁচা বানানোর কাজ শেষ হয়েছে।” প্রসঙ্গত, বনদপ্তর ও হাওড়া জেলা পরিষদ আয়োজিত এই বনমহোৎসব উপলক্ষে চারা বিতরণ, আলোচনাসভা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ প্রভৃতি কর্মসূচি হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, জেলা সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস বসু প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement