Advertisement
Advertisement
Travel

প্রকৃতির এখানে অন্য রূপ, এবার পুজোয় দার্জিলিংয়ের এই গ্রামগুলি হোক আপনার ঠিকানা

রইল পাহাড়ের কোলে অফবিট লোকেশনের সুলুক সন্ধান।

here are some northbengal offbeat Travel destination for puja

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:August 24, 2025 5:59 pm
  • Updated:August 24, 2025 6:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর কলকাতার চেহারাটা প্রতি বছরই একটু একটু করে পালটাচ্ছে। বাড়ছে থিমের ঘনঘটা, আলোর রোশনাই আর সঙ্গে মানুষের ভিড়। পুজোর এই চেনা ছবিটা অনেকেই মিস করতে চান না। তাই তাঁরা মনে করেন যে এইসময় কলকাতাই তাঁদের জন্য ‘বেস্ট ডেস্টিনেশন’। কিন্তু যাঁদের কাছে পুজোর এই চারটে দিনের ছুটি মহার্ঘ। যাঁরা এই কোলাহল থেকে অনেক দূরে গিয়ে থাকতে চান তাঁদের জন্য রইল পাহাড়ের কোলে অফবিট লোকেশন বিজনবাড়ির আনাচকানাচের সুলুক সন্ধান।

Advertisement

বিজনবাড়ি হল উত্তরবঙ্গে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা এমন আস্তানা যা একটু অফবিট লোকেশনের সন্ধানে থাকা পর্যটকদের পছন্দের একদম তালিকার শীর্ষে। সারাদিন নদীর পাড়ে বসে সময় কেটে যাবে আপনার। তাই পুজোর কোলাহল এড়িয়ে একান্তে নিরিবিলিতে যদি সময় কাটাতে চান তাহলে এই গন্তবে আপনি নিশ্চিন্তে যেতে পারেন। কোন কোন জায়গা ঘুরে দেখবেন এই অঞ্চলের সেটাও জেনে রাখা দরকার। যেহেতু বিজনবাড়ির দূরত্ব দার্জিলিং থেকে মাত্র ২৪ কিলোমিটার। তাই যাত্রাপথে ঘুরে নিতে পারবেন চংটং, সিংথাম’র মতো টি-এস্টেটগুলি। এই যাত্রাপথেই দেখতে পাবেন বেশ কিছু লুকিয়ে থাকা জলপ্রপাত যা আপনার মন ভালো করে দেবে।

বিজনবাড়ি থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রয়েছে কোলবং নামে আরও এক পাহাড়ি জনপদ। এখানে পর্যটকদের আসা যাওয়া সেই অর্থে নেই বললেই চলে। প্রকৃতি এখানে অন্যভাবে ধরা দেয়। শুধু তাই নয় এই কোলবংয়ের পাশেই রয়েছে সিকিম ও দার্জিলিং। তাই দার্জিলিং হয়ে বিজনবাড়ি না এসে থাকলে আপনি এখান থেকে দুই জায়গাই সহজে ঘুরে নিতে পারবেন।

বিজনবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে পাবেন ঝেপি। রঙ্গিত নদী এখানে আপন খেয়ালে তিরতির করে বয়ে যায়। হোমস্টের সংখ্যা এখানেও বেশ তুলনামূলকভাবে কম। তবে যে কটি হোমস্টে রয়েছে সেগুলিতে পাবেন সেখানকার ফার্ম হাউজে ফলানো টাটকা সবজি। কি তাহলে কী ভাবছেন? যাবেন নাকি এই পুজোয় অফবিট বিজনবাড়িতে আপনার পুজোর ছুটিটা কাটাতে? তাহলে আর ভাবা কেন? আজই বুকিং সেরে ফেলুন আপনার এই পুজোর গন্তব্যের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ