সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মিটতে না মিটতেই উত্তরবঙ্গে পর্যটকের ঢল। তারই মাঝে প্রকৃতির তাণ্ডব। প্লাবিত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির একাধিক এলাকা। প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের। পাহাড়-সমতল বিচ্ছিন্ন। হোটেলবন্দি পর্যটকেরা। আপনিও কি এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে রয়েছেন? বিপর্যয়ের সময় অযথা আতঙ্কিত হবেন না। তবে এই জিনিসগুলি ভুলেও হাতছাড়া করবেন না।
* আপাতত আপনি হোটেলবন্দি। তাই হাতে সময় রয়েছে। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র একটি হ্যান্ডব্যাগে গুছিয়ে নিন। যাতে বিপদ আপদে প্রয়োজনীয় জিনিসপত্র তাড়াতাড়ি পেয়ে যান।
* প্রথমেই নিজের পরিচয়পত্রগুলি ভালো করে গুছিয়ে নিন। কারণ, এগুলি সর্বত্র কাজে লাগতে পারে। সঙ্গে রিজার্ভেশনের টিকিট থাকলে তাও ভালো করে গুছিয়ে রাখুন। যাতে প্রয়োজনে পাওয়া যায়।
* ওষুধপত্র সঙ্গে রয়েছে কিনা, দেখে নিন। হাতের কাছে গ্যাস, অম্বল, বমি, জ্বর, সর্দির ওষুধ রাখুন।
* বিপর্যয়ের সময় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। তাই সুযোগ পেলে কাছেপিঠের কোনও এটিএম থেকে নগদ টাকা তুলে রাখুন। কাজে লাগতে পারে।
* প্লাবনের ফলে বিদ্যুৎ সংযোগ সবসময় ঠিকঠাক না পেতে পারেন। তাই যতটুকু সময় পাচ্ছেন, সেই সময়ের মধ্যে মোবাইলে চার্জ দিয়ে রাখুন। সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক, টর্চ, ইয়ারডোপসের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকলে ১০০ শতাংশ চার্জ দিয়ে রাখুন।
* অবশ্যই শুকনো খাবার এবং জল কিনে নিন। প্রয়োজনে কাজে লাগতে পারে।
যদিও রাজ্য সরকারের তরফে বিপর্যস্ত পর্যটকদের জন্য ২৪X৭ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। চারটি হেল্পলাইন নং দেওয়া হয়েছে। সেগুলি হল: ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫। দার্জিলিং পুলিশের তরফে পর্যটকদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম চালু হয়েছে। হেল্পলাইন নং ৯১৪৭৮৮৯০৭৮। ভারচুয়ালি সর্বক্ষণ উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন। জেলাশাসকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেওয়া হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রী নিজে সেখানে যাবেন। এনিয়ে তিনি এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন। তা সত্ত্বেও সাবধানে থাকুন। অযথা ঝুঁকি নেবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.