Advertisement
Advertisement
IRCTC

বন্দে ভারতে চেপে বৈষ্ণোদেবী দর্শন! আকর্ষণীয় ছাড়ে দুর্দান্ত ট্যুর প্যাকেজ আনল IRCTC

জেনে নিন এই প্যাকেজে কী কী পরিষেবা পাবেন।

IRCTC has launched affordable packages from booking tickets to hotel reservations to visit Maa Vaishnodevi Darshan in India
Published by: Buddhadeb Halder
  • Posted:July 16, 2025 8:25 pm
  • Updated:July 16, 2025 8:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকমাসের মধ্যেই বাতাসে শিউলির গন্ধ ছড়াতে শুরু করবে। মাঠে মাঠে কাশফুল জানান দেবে, মা আসছেন। আর ইত্যবসরে আপনিও খাতা-কলম নিয়ে বসে পড়ুন। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং রয়েছে? তাহলে আর অহেতুক অপেক্ষার প্রয়োজন নেই। সপরিবারে বৈষ্ণোদেবী দর্শনে বেরিয়ে পড়তে পারেন। দুর্দান্ত এক ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC। ট্রেনের টিকিট বুকিং থেকে হোটেল, থাকা-খাওয়া সমস্তই এই প্যাকেজের মধ্যে পাবেন।

Advertisement

IRCTC has launched affordable packages from booking tickets to hotel reservations to visit Maa Vaishnodevi Darshan in India

কীভাবে যাবেন?
ট্যুর প্যাকেজটি শুরু হবে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে বন্দে ভারতে চেপে ভ্রমণকারীরা কাটরা রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে পারবেন। ১ রাত ও ২ দিন ব্যাপী এই যাত্রায় রিজার্ভেশন ব্যবস্থা রয়েছে। ৫-১১ বছরের শিশুদের জন্য পূর্ণ আসন বরাদ্দ রয়েছে। নয়া দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ২২৪৩৯ নং ট্রেন ধরতে হবে। অবতরণের পর ভ্রমণকারীদের শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে ‘যাত্রা রেজিস্ট্রেশন স্লিপ’ বুকিং করতে হবে।
বোর্ড ওয়েবসাইট:
www.maavaishnodevi.org
//www.maavaishnodevi.org
এরপর যাত্রা শুরুর আগে কাটরায় RFID যাত্রা অ্যাক্সেস কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক।

বৈষ্ণোদেবী ট্যুর প্যাকেজে খরচ কত?
যাত্রী সংখ্যার উপর নির্ভর করে IRCTC প্যাকেজ তৈরি হয়েছে।
একক ভ্রমণকারী: ৯,২৩৫ টাকা
দু’জন ভ্রমণকারী: জনপ্রতি ৭,৭৩৫ টাকা
তিনজন ভ্রমণকারী: জনপ্রতি ৭,৩৬০ টাকা
শিশু (৫-১১ বছর): ৬,১১০ টাকা
বুকিং করার আগে প্যাকেজ পরিষেবার শর্তাবলী জেনে নিতে ভুলবেন না। এর জন্য IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

কী কী পরিষেবা পাবেন?
(১) বন্দে ভারত এক্সপ্রেসে কনফার্মড টিকিট (যাওয়া ও আসা)।
(২) কাটরায় শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলে থাকার ব্যবস্থা (শেয়ার করে)।
(৩) হোটেলে ১টি ব্রেকফাস্ট, ১টি লাঞ্চ এবং ১টি ডিনার।
(৪) রেল স্টেশন, হোটেল এবং বনগঙ্গার মধ্যে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা।

IRCTC-এর মাধ্যমে হোটেল বুকিং
IRCTC ট্যুরিজম ওয়েবসাইটে যান। হোমপেজে ‘IRCTC হোটেল’ বিভাগে গিয়ে নিজের পছন্দমতো হোটেল নির্বাচন করুন।

IRCTC has launched affordable packages from booking tickets to hotel reservations to visit Maa Vaishnodevi Darshan in India

IRCTC-র আরও কিছু তীর্থযাত্রা প্যাকেজ
দেশজুড়ে ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য IRCTC বিভিন্ন তীর্থযাত্রায় প্যাকেজিং সিস্টেম প্রদান করে থাকে।
*দেব দর্শন ট্যুর
*শিরডি দর্শন এবং স্ট্যাচু অফ ইউনিটি সহ জ্যোতির্লিঙ্গ যাত্রা
*বালাজি দর্শন সহ দক্ষিণ ভারত যাত্রা
*দক্ষিণ ভারত আস্থা যাত্রা
*দ্বারকাধিশ জ্যোতির্লিঙ্গ যাত্রা
*জগন্নাথ ধাম ভ্রমণ
*তামিলনাড়ুর ত্রিভুজ মন্দির
*তিরুপতি ট্যুর প্যাকেজ
*রামায়ণ ট্যুর প্যাকেজ
*মাতা বৈষ্ণোদেবী দর্শন
তাহলে আর দেরি কেন? চটপট পুজোর ছুটির প্ল্যান করে ফেলুন!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ