Advertisement
Advertisement

জানেন, দক্ষিণ ভারতের কোন গ্রামে তুষারপাত হয়?

শুনেছেন এই গ্রামের কথা?

 It snows in this tiny village in South India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 5:38 pm
  • Updated:March 30, 2022 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে যখন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তখন বিখ্যাত কিছু ট্যুরিস্ট স্পটকেই সবসময় আদর্শ বলে বেছে নিতে হবে এমনটা কিন্তু নয়। কেবল উত্তর ভারতের পার্বত্য অঞ্চলগুলিতেই শীতের সময় বরফের খোঁজে না গিয়ে দক্ষিণ ভারতের কোনও গ্রামে বরফের সন্ধানে গেলে কেমন হয়?

Advertisement

apmos_120916034703

দক্ষিণ ভারত বলতেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়ার কথাই মাথায় আসে। এর পাশাপাশি, নীলগিরি অঞ্চলের শীতলতাও মন ছুঁয়ে যাওয়া অনুভূতির সৃষ্টি করে। কিন্তু দক্ষিণভারতের এমন ঠিকানার কথা কি জানেন যেখানে তুষারপাত হয়?

অন্ধ্রপ্রদেশের লম্বাসিঙ্গি এমনই একটি গ্রাম যেখানে শীতের সময় তুষারপাত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই  অঞ্চলটি আরাকু ভ্যালি উপত্যকার একটি মনোরম গ্রাম। কোররা বায়ালু নামেও এই অঞ্চলটি বিখ্যাত।

শোনা যায়, শীতের সময় এখানে মাঝে মাঝেই তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। আর তখনই তুষারপাত হয় এই অঞ্চলে। এই অঞ্চলটি কফি চাষের জন্যও বিখ্যাত।

এবার শীতে একবার যাবেন নাকি দক্ষিণ ভারতের এই গ্রামে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস