সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরতের আকাশে দল বেঁধে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে৷ ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী – তারপর? তারপর বাক্সপ্যাটরা বেঁধে বাঙালি বেরিয়ে পড়বে পছন্দের ঠিকানায়৷ এমনই পথিকদের প্রত্যাশায় থাকে সুন্দরী লুলুং৷ ওড়িশার এই রাঙামাটির সাম্রাজ্য সাক্ষী প্রকৃতির জানা-অজানা কাহিনির৷

কী দেখবেন –

কীভাবে যাবেন –
কোথায় থাকবেন –
লুলুংয়ে থাকার আদর্শ জায়গা বনবিভাগের সুন্দর কটেজগুলি৷ যার প্রত্যেকটি বারান্দা থেকে দেখতে পাওয়া যায় ছোট ছোট পাহাড়গুলির অপরূপ শোভা৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.