Advertisement
Advertisement
Toy Train Routes

দার্জিলিংয়ের জয়রাইড সফর তো করেছেন, পাহাড়ে ঘেরা দেশের এই ৪ জায়গায় টয়ট্রেনে ঘুরেছেন?

কোথায় বেড়াতে গেলে টয়ট্রেন রাইড এক্কেবারেই মিস করা যাবে না জেনে নিন।

Planning A Hill Holiday? Don’t Miss These 5 Toy Train Routes In India
Published by: Arani Bhattacharya
  • Posted:July 23, 2025 6:27 pm
  • Updated:July 23, 2025 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সব চেয়ে সুখ।’ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘ছুটির মজা’ কবিতার প্রতিটি স্তবকে ছুটি ও ভ্রমণ বিষয়টা আট থেকে আশি সকলের কাছে ঠিক কতটা উপভোগ্য তা তুলে ধরা হয়েছে। একটা ট্রেন আর তাতে করে দূর থেকে দূরে যাওয়ার মজাই আলাদা। ট্রেনে বসে গল্প, আড্ডা, ঝালমুড়ি সবমিলিয়ে যে নস্ট্যালজিয়া তৈরি হয় তা এককথায় বলে বোঝানো সম্ভব নয়। সেই সব আনন্দ আবার বিমানে যাত্রা করার সময় মেলে না। এই মজা আরও খানিক বেড়ে যায় যখন ট্রেনে জার্নি করে গন্তব্যে পৌঁছে আমরা টয়ট্রেন রাইড করি। দার্জিলিং তো বটেই এছাড়াও এদেশের আর কোন জায়গায় গেলে আপনি এক্কেবারেই টয়ট্রেন রাইড মিস করা উচিত নয় জেনে নিন।

Advertisement

দার্জিলিং- ‘ক্যুইন অফ হিলস’ দার্জিলিং, শৈলশহরে গিয়ে টয়ট্রেন না চড়লে তো আপনার দার্জিলিং বেড়ানোটাই অসম্পূর্ণ। দু’দিকে চা বাগান, পাহাড়, সবুজ গাছগাছালি আর তার মধ্যে থেকেই এনজিপি থেকে দার্জিলিং যাওয়া। বাঙালির কাছে এ চিরচেনা ছবি। যাঁরা গিয়েছেন বা যাঁরা যাননি তাঁদের প্রত্যেকের জন্যই এই টয়ট্রেন রাইড মাস্ট।

কালকা, হিমাচল প্রদেশ- হিমাচল প্রদেশের কালকা বেড়াতে গেলে সেখানে টয় ট্রেন রাইড করলে আপনি এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হবেন। তাই এই জায়গায় বেড়তে গেলে এই রাইডও মিস করা যাবে না একেবারেই। ন্যারো গেজলাইন, চারিদিকে সারি সারি পাইন গাছ, অপরূপ সৌন্দর্যের মাঝেই ছুটে চলবে টয় ট্রেন। এক অপরূপ অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি

নীলগিরি মাউন্টেন রেল, তামিলনাড়ু- তামিলনাড়ুর নীলগিরি রেলওয়ে ট্র্যাক এক বিশেষ পরদ্ধতিতে তৈরি। যা ভারতের মধ্যেই একটিই রয়েছে। বিশেষ পদ্ধতিতে তৈরি রেলওয়ে ট্র্যাককে ‘র‍্যাক অ্যান্ড পিনিয়ন রেলওয়ে ট্র্যাক’ বলা হয়। নীলগিরি পর্বতের সৌন্দর্য উপভোগের জন্য এই টয়ট্রেন রাইড একদম উপযুক্ত।

মাথেরান, মহারাষ্ট্র- গাড়ি কম, যানজট নেই বললেই চলে এরকম এক টয়ট্রেন রাইড আপনি উপভোগ করতে পারবেন মহারাষ্ট্রের মাথেরান হিল রেলওয়ে স্টেশনে। যদিও এই টয়ট্রেন রাইড আপনি উপভোগ করতে পারবেন বর্ষাকাল ছাড়া যে কোনও সময়।

কাংরা ভ্যালি, হিমাচল প্রদেশ- পাহাড়ি গ্রামাঞ্চল, অপূর্ব দৃশ্য আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে কাংরা ভ্যালির টয়ট্রেন রাইড হয়ে উঠবে অসামান্য। যা আপনার বেড়াতে যাওয়ার স্মৃতিতে যোগ করবে এক আলাদা মাত্রা। আই এই জায়গায় গেলে কিন্তু টয়ট্রেন রাইড একেবারে মিস করা যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement