Advertisement
Advertisement

Breaking News

Ranchi Tour

ভ্রমণে বাদ সাধছে বৃষ্টি? বর্ষায় ঘুরে দেখুন রাঁচির এই অপরূপ সুন্দর জায়গাগুলি

দু'দিনের ছুটিতে অনায়াসে ঘুরে আসতে পারেন রাঁচির এই জলপ্রপাতগুলি।

some must visit place in ranchi during monsoon
Published by: Arani Bhattacharya
  • Posted:July 10, 2025 5:36 pm
  • Updated:July 10, 2025 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক একটি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠে প্রকৃতি। এমন অনেক জায়গা রয়েছে যেখানে বর্ষার জলেই প্রকৃতির আসল রূপ খোলে। ঠিক সেরকমই এক জায়গা হল রাঁচি। এই জায়গায় রয়েছে অসংখ্য জলপ্রপাত। বর্ষায় সেগুলির রূপ হয় অন্যরকম। এক বা দু’দিনের ছুটিতে অনায়াসে ঘুরে দেখে আসতে পারেন রাঁচির এই জলপ্রপাতগুলি।

Advertisement

সীতা ঝর্না: রাঁচি শহর থেকে প্রায় ৫০ কিলমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত এখানকার অন্যতম পর্যটন কেন্দ্র। শোনা যায় এই জলপ্রপাতের উপর নাকি পা রেখেছিলেন স্বয়ং সীতা। তাই তাঁর নামেই হয়েছে এই ঝর্নার নামকরণ। প্রায় ৪৩ মিটার উঁচু পাহাড় থেকে উৎপত্তি এই ঝর্না নেমে এসেছে রাধু নদীতে। এই মনোমুগ্ধকর শোভা দেখার মতো।

ফাইল ছবি

জোনহা জলপ্রপাত: রাঁচির এই জলপ্রপাত আবার গৌতমধারা নামেও পরিচিত। এই জলপ্রপাতের নাম রাখা হয়েছে গৌতtravel newsম বুদ্ধের নাম অনুসারে। রাঁচি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জোনহা গ্রামে অবস্থিত এই জলপ্রপাত বর্ষায় এক অন্য রূপ ধারণ করে। তবে খুব সহজেই যে এই জলপ্রপাতের কাছে পৌঁছে যাওয়া যায় তা নয়। সেখানে পৌছানোর জন্য পেরোতে হয় প্রায় ৭৭২টি সিঁড়ি। সুবর্ণরেখা নদী থেকে উৎপত্তি হয়েছে এই জলপ্রপাতের।

দশম জলপ্রপাত: রাঁচির আরও এক উল্লেখযোগ্য ভ্রমণের স্থান হল দশম জলপ্রপাত। রাঁচি থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতের উৎপত্তি হয়েছে কাঞ্চি নদী থেকে। প্রায় ৩০০টির বেশি সিঁড়ি ভেঙে দেখতে যেতে হয় রাঁচির জনপ্রিয় এই জলপ্রপাত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement