সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যাবার আগে যতই হিসেব কষে বাজেট ঠিক করুন না কেন যে বাজেট করে যাবেন ঠিক তার থেকে তিন-চার হাজার টাকা বা তার বেশি আপনার খরচ হয়ে যাবেই। কখন কীভাবে তা বুঝতেও পারবেন না। তাই এই সমস্যার সমাধান করতে বেড়াতে যাওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি।
হোটেল বুকিং করার ক্ষেত্রে অনেক সময় অনলাইনে বুকিং করতে গিয়ে অনেক সময় ছাড়ের আশায় বুকিং তো করে ফেলেন। কিন্তু বিভিন্ন হিডেন চার্জেস আপনার নজরে আসে না। এ ক্ষেত্রে চেষ্টা করবেন অনলাইনে বুকিং করার আগে ব্যক্তিগতভাবে ওই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া যদি তাতে খরচ কমানো সম্ভব হয়।
যেকোনও পর্যটন কেন্দ্রেই পর্যটক দের দেখা মাত্রই সেখানকার সমস্ত জিনিসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। যেমন ধরুন গাড়ি অথবা সেখানকার লোকাল বাজারের জিনিসপত্র সবকিছুর দাম পর্যটকদের জন্য থাকে বেশি। তাই বেড়াতে গেলে এই আনুষঙ্গিক খরচগুলির দিকে বিশেষভাবে নজর দিন। সম্ভব হলে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন।
এক রকম বাজেট করে নিয়ে যাওয়ার পর তা অনেক ক্ষেত্রেই বেশি হয়ে যায় বহু ক্ষেত্রেই যখন গাড়ি পার্ক করে আপনি কোনও দর্শনীয় স্থান দেখতে যাবেন। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ঘন্টা প্রতি পার্কিং চার্জের কথাও। এক এক জায়গায় এই টাকা এক এক রকম হয়। যা অনেক সময় হিসেবের মধ্যে থাকে না।
জল ও খাবারদাবার সব সময়ই পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের থেকে বেশি নেওয়া হয়। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব শুকনো খাবার সঙ্গে রাখতে তাহলে অনায়াসে বেড়াতে গিয়ে এই বাড়তি খরচ গুলি থেকে বাঁচতে পারবেন। আপনি আপনার সাধের ট্যুর হয়ে উঠবে আনন্দের থাকবে না কোন দুশ্চিন্তাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.