সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিঘার পর বিঘা জমি। কেউ যেন লাল, হলুদ, গোলাপি রং ছড়িয়ে দিয়েছে এলাকাজুড়ে। বসন্ত আসতেই রাঙিয়ে দিয়েছে পাহাড় ঘেরা অঞ্চল। ঠিকই ধরেছেন শ্রীনগরে এশিয়ার বৃহৎ টিউলিপ বাগানের কথাই বলা হচ্ছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের জন্য খুলে যায় এই বাগান। এবারও টিউলিপ ফেস্টিভ্যাল উপলক্ষে দর্শকদের জন্য আজ বুধবার থেকে খুলে গিয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেন।
পর্যটকদের জন্য এই বছরে প্রায় ১৭ লক্ষর টিউলিপ ফুল নিয়ে খুলেছে সিরাজ বাগের দরজা। থাকছে ৭৫ প্রজাতির টিউলিপ। শুধু টিউলিপ নয় বাগানে রয়েছে ড্যোফোডিল, মুসকারির মতো প্রজাতির ফুলও।
কতদিন এই ফুলের উৎসব চলবে? কতক্ষণ খোলা থাকবে সিরাজ বাগের দরজা?
আজ থেকে শুরু হয়ে এপ্রিল মাসের ২০ তারিখ পর্যন্ত এই বাগানের দরজা খোলা থাকবে জনসাধারণের জন্য। ৬ মাসেরও বেশি সময় ধরে প্রায় ১০০ জন মালির নিরন্তর পরিচর্যার চোখ ধাঁধানো ফসল দেখতে পাবেন দেশ-বিদেশের পর্যটকরা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বাগান খোলা থাকবে।
গত বছর প্রায় সাড়ে চার লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন টিউলিপ বাগানে। এবছর আরও বেশি সংখ্যক পর্যটক ভিড় জমাবে বলেই আশা। শুধু এই বাগান নয়, এই সময় লাল, নীল, গোলাপী রঙে সেজে ওঠে গোটা উপত্যকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.