Advertisement
Advertisement
Phone

বাহারি কভার ব্যবহার করেন? জানেন, ভয়ানক ক্ষতি করছেন ফোনের!

সাবধান হন এখনই।

Using a phone without a case is good or bad, here is detail
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 20, 2025 4:38 pm
  • Updated:June 20, 2025 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন এখন আর শুধু প্রয়োজনীয় জিনিস নেই। স্টাইল স্টেটমেন্টও বটে! ফলে কভার নিয়ে নানারকম ভাবনাচিন্তা করেন সকলেই। অনেকেই ভীষণ মোটা ও ভারী কভার ব্যবহার করেন শুধুমাত্র ফোনের সৌন্দর্য বাড়াতে। কিন্তু জানেন কি এই ধরনের কভার ফোনের জন্য মোটেই ভালো নয়। উলটে এতেই লুকিয়ে বিপদ!

ব্যাপারটা ঠিক কী? কী বলছেন বিশেষজ্ঞরা? অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, যে কোনও স্মার্টফোনের সমস্যা হচ্ছে অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যত দ্রুত ব্যাটারি খরচ হয়, তত দ্রুত গরম হয় ফোন। সমস্যা মোকাবিলায় সব ফোনেই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। যার মাধ্যমে তাপ বাইরে বের হয়ে যায়। কিন্তু যখনই আপনি ফোনে ব্য়াক কভার ব্যবহার করছেন, তখনই তাপ বেরনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কভার ভারী হলে সমস্যাও বাড়ে।

বিশেষজ্ঞদের কথায়, ব্যাক কভার হট সিঙ্কে বাধা হয়ে দাঁড়ায়। যা ফোনের একাধিক যন্ত্রাংশের উপর প্রভাব ফেলে। বহু ফোনেই দেখা যায়, সবুজ লাইন। বিশেষজ্ঞদের দাবি, এর নেপথ্যেও কারণ এই অতিরিক্ত তাপ। যার জেরে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানারকম সমস্যা দেখা যায়। প্রভাব পড়ে ক্যামেরাতেও। তাই ফোন ব্যবহার করা উচিত কভার ছাড়াই। তবে সেক্ষেত্রেও সমস্যা তো রয়েছে। যে কোনও মুহূর্তে হাত থেকে পড়ে গেলে আর রক্ষে নেই! তাই চেষ্টা করুন একেবারে হালকা কভার ব্যবহার করতে। গেম খেলা বা চার্জিংয়ের সময় কভার খুলে রাখতে পারলে আরও ভালো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement