Advertisement
Advertisement
WhatsApp

দীপাবলি আর ধনতেরাসে শুভেচ্ছা জানাতে নতুন স্টিকার হোয়াটসঅ্যাপে! কীভাবে পাবেন?

খুশির উৎসবে সামিল হোয়াটস অ্যাপ।

whatsapp has launched new bunch of stickers for Diwali and Dhanteras
Published by: Kousik Sinha
  • Posted:October 18, 2025 9:02 pm
  • Updated:October 18, 2025 10:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিপাবলী মানেই কাছের মানুষদের শুভেচ্ছা জানানোর, উপহার দেওয়ার সময়। দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি। আর এই আলোর উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি, সব বয়সের মানুষ। এই খুশির উৎসবে সামিল হোয়াটসঅ্যাপও। সবার সঙ্গে খুশি ভাগ করে নিতে মেটা-র এই ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি একেবারে নতুন একটি ফিচার যোগ করেছে। যা একেবারে ভারতীয় গ্রাহকদের জন্য। যা একেবারে গ্রাহকদের চমকে দেওয়ার মতো। শুধুমাত্র দিপাবলী নয়, ধনতেরাসের কথা মাথায় রেখেও অ্যাপে দেওয়া হয়েছে বিভিন্ন স্টিকার।

Advertisement

এর মধ্যে রয়েছে দিওয়ালি ল্যাম্প, ফেস্টিভ ল্যান্টার্ন, মোমবাতি, বাজি, রঙ্গোলি ডিজাইন সহ একাধিক স্টিকার। সেই সঙ্গে হ্যাপি দিওয়ালি মেসেজও করা যাবে সহজেই। কাছের মানুষকে শুভেচ্ছা জানানোর এর থেকে সহজ উপায় আর কী হতে পারে! কমিউনিটি চ্যানেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই স্টিকারের কথা জানানো হয়েছে। কিন্তু কীভাবে এই স্টিকার ডাউনলোড করবেন?

কীভাবে ডাউনলোড করবেন এই দিওয়ালি স্টিকার প্যাক?

প্রথমেই মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর চ্যাট উইন্ডো খুলে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে। আর এরপরেই স্টিকারগুলি দেখা যাবে।

স্টিকার প্যানেলের নীচে ‘+’ আইকনে ট্যাপ করতে হবে। সেখান থেকে বেছে নিন ‘হ্যাপি দিওয়ালি স্টিকার’। যে স্টিকার আপনার পছন্দ সেটা বেছে নিয়ে বন্ধুদের পাঠিয়ে দিতে হবে।

কীভাবে হোয়াটসঅ্যাপে দিওয়ালি স্টিকার পাঠাবেন?

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে কম্পিউটার থেকে খুব সহজেই দিওয়ালি স্টিকার পাঠানো যাবে। এক্ষেত্রে এই //wa.me/stickerpack/DiwaliFestivities লিংকটা খুলতে হবে। এখানেই দেখতে পাবেন নতুন দিওয়ালি স্টিকার প্যাক। সেখান থেকে পছন্দের স্টিকার বেছে নিয়ে যাকে পছন্দ তাকে পাঠিয়ে দিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ