Advertisement
Advertisement
WhatsApp

আর অপরিচিত নম্বর থেকে আসবে না WhatsApp মেসেজ! ব্যাপারটা কী?

কী জানাল সংস্থা?

WhatsApp now lets you block messages from unknown contacts
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 23, 2024 9:10 pm
  • Updated:September 23, 2024 9:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, এখন প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তারা সকলেই অপরিচিত নম্বর থেকে আসা মেসেজের কারণে সমস্যার সম্মুখীনও হন। অনেকেক্ষেত্রেই এহেন মেসেজ বিভ্রান্তি ছড়ায়। জালিয়াতির ঘটনাও ঘটে বহু। এই সমস্যা এবার সমাধানের পথ। অপরিচিত নম্বর থেকে আর আসবে না হোয়াটসঅ্যাপ। ব্যাপারটা কী?

Advertisement

বর্তমানে প্রায় সকলেই সোশাল মিডিয়ায় সক্রিয়। শুধু বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে নয়, অধিকাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অফিসিয়াল কাজে। সেই সবদিক মাথায় রেখে ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। এবার অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ রুখতে মরিয়া হোয়াটস অ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার এমন এক ফিচারে এসেছে যা অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেবে।  ফলে কোনও বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না। কিন্তু কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন?

১. প্রথমে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন।
২. বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন তাঁরা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান।
৩.এর পর যান সেটিংসে।
৪. বেছে নিন প্রাইভেসি অপশন।
৫.এবার যান ‘অ্যাডভান্সড’ অপশনে।
৬. এবার দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ।’ এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনও হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ