Advertisement
Advertisement

কেন এখনও সিঙ্গল আপনি, বলবে রাশিফল!

কী সেই কারণ? তা জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।

Why you are still single?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 2:09 pm
  • Updated:September 8, 2023 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল সম্পর্ক ভাঙে সহজে। সেই সঙ্গে স্বাধীনতা, নিজস্ব ভাবনা ইত্যাদিকে কেন্দ্র করে বেশ খানিকটা একাকীত্ব গ্রাস করে মানুষকে। আর তাই জেন ওয়াইকে বেশিরভাগ সময়ই দেখা যায় সিঙ্গল। কিন্তু কেন আপনি সিঙ্গল? শুধুই চারপাশের পরিস্থিতি আর ভাবনাচিন্তাই কি দায়ী এর জন্য? না! এর উপর আপনার রাশিফলেরও বেশ কিছুটা প্রভাব রয়েছে। আপনার সিঙ্গল থাকার কারণ বলতে পারে রাশিফলও। কী সেই কারণ? তা জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।

Advertisement

ariesএরিস: সম্পর্কে ভীষণভাবে ঠকেন এই রাশির জাতক-জাতিকারা। তাই কারও সঙ্গে থাকার চেয়ে একা থাকা বেশি পছন্দ করেন।

taurusটরাস: সম্পর্কর থেকে খাওয়া-দাওয়া বেশি পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা।

geminiজেমিনি: নিজেদের নিয়ে প্রবল ব্যস্ত থাকা এই রাশির সিঙ্গল থাকার অন্যতম প্রধান কারণ।

cancerক্যানসার: নিজেদের খারাপ দেখতে লাগে এই রাশির জাতক-জাতিকাদের। আর এই হীনম্মন্যতা থেকে তাঁরা সম্পর্কে জড়াতে চান না।

leoলিও: পার্টনারকে অবিশ্বাস করার কারণে এই রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক টেকে না। আর তাঁরা সিঙ্গল থেকে যান।

virgoভার্গো: এই রাশির জাতক-জাতিকারা খুব অহংকারী হন। আর তাই নিজেদের সবার চেয়ে ভাল মনে করেন এবং সম্পর্কে জড়াতে পারেন না।

libraলিব্রা: আগের সম্পর্ক ভাঙার যন্ত্রণার জন্য এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কে যেতে চান না। সিঙ্গল থাকতে পছন্দ করেন।

scorpioস্করপিও: প্রেমের থেকে পরকীয়া এই রাশির জাতক-জাতিকাদের বেশি পছন্দ। তাই এই রাশির জাতক-জাতিকারা এখনও সিঙ্গল।

sagitariousস্যাজিটেরিয়াস: ভালবাসার মানুষটিকে মনের কথা বলে উঠতে পারেন না এই রাশির জাতক-জাতিকারা। আর তাই মনে মনে কাউকে ভালবাসলেও, বাস্তবে সিঙ্গল থেকে যান।

capricornক্যাপ্রিকর্ন: এই রাশির জাতক-জাতিকারা খানিক হিংস্র প্রকৃতির হন। তাই অপর ব্যক্তিরা এই রাশির ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। আর এটিই তাঁদের সিঙ্গল থাকার অন্যতম প্রধান কারণ।

aquariousঅ্যাকোয়ারিয়াস: এই রাশির জাতক-জাতিকারা সাধারণত বন্ধুর প্রেমিক বা প্রেমিকার প্রতি আকৃষ্ট হন। আর পরকীয়া সম্পর্ককে ঠিক সমর্থনও করতে পারেন না। তাই সিঙ্গল থেকে যান।

piscesপাইসেস: এই রাশির জাতক-জাতিকারা প্রেম সম্পর্কে আলাদাই ভাবনা-চিন্তা পোষণ করেন। ফলে তাঁদের মনের কথা এবং ভালবাসা বুঝে উঠতে পারেন, এমন ব্যক্তিদের সংখ্যা খুবই কম। আর তাই তাঁরা সিঙ্গল থাকেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement