Advertisement
Advertisement

Breaking News

YouTube

এবার সস্তায় দু’জনে শেয়ার করা যাবে ইউটিউব সাবস্ক্রিপশন, জেনে নিন প্ল্যানের খুঁটিনাটি

জেনে নিন খরচ কত।

YouTube is testing combo premium plan for two

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 6, 2025 4:40 pm
  • Updated:May 6, 2025 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝঞ্ঝাট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে সাবস্ক্রিপশন নেওয়ার প্ল্য়ান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। সাবস্ক্রিপশন প্ল্যানে বদল আনার চিন্তাভাবনা করছে সংস্থা। আসতে চলেছে ২ জন শেয়ার করে দেখার মতো প্ল্য়ান। যা ফ্যামিলি প্ল্যানের থেকে সস্তা।

ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, এই ডবল শেয়ারিং প্ল্য়ানের সুবিধা পেতে দু’জনেরই বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর। তাদের গুগল অ্যাকাউন্ট থাকবে হবে, একই ফ্যামিলি গ্রুপের সদস্য হতে হবে। প্রথম থেকেই ফ্যামিলি প্ল্য়ান রয়েছে ইউটিউব প্রিমিয়ামে। তার জন্য প্রতিমাসে গুনতে হয় ২৯৯ টাকা। এবার মাত্র ২১৯ টাকায় ২ জন পাবেন ইউটিউবের সাবস্ক্রিপশন। তবে তাদের একসঙ্গে থাকতে হবে। অর্থাৎ এই প্ল্যানের সুবিধা পেতে যুগল, ভাইবোন, বা নিদেনপক্ষে ফ্ল্যাটমেট হতেই হবে। সংস্থা সূত্রে খবর, কম খরচে পরিষেবা দিতেই এই প্ল্য়ান শুরুর চিন্তাভাবনা।

বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের একজনের প্ল্যানের খরচ ১৪৯ টাকা। স্টুডেন্টস প্ল্য়ানের দাম ৮৯ টাকা। ফ্যামিলি প্ল্যানের চার্জ ২৯৯ টাকা প্রতিমাসে। মিউজিক প্রিমিয়ামের ইন্ডিভিজুয়ালের দাম ১১৯ টাকা। ফ্যামিলি প্যাকের দাম ১৭৯। আর ছাত্রছাত্রীদের জন্য তা ৫৯ টাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement